‘দেবী’ দেশের বাইরে অস্ট্রেলিয়ায় আসবে প্রথম

‘দেবী’ দেশের বাইরে অস্ট্রেলিয়ায় আসবে প্রথম

কাউসার খান:‘দেবী’ বাংলাদেশে মুক্তি পাওয়ার পর প্রথম আসবে অস্ট্রেলিয়ায়। আর অস্ট্রেলিয়ার দশর্করাও  অধীর আগ্রহ নিয়ে    অপেক্ষা করছেন তাদের প্রিয় লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত ছবি ‘দেবী’র জন্য। আগামী ১৯ অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেবীর যাত্রা শুরু হবে। দেশের গণ্ডী পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম মুক্তি পাবে ছবিটি। অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সিডনিসহ প্রধান শহরের নামজাদা হলগুলোতে প্রদর্শিত হবে জয়া আহসান ও চঞ্চল চৌধুরী অভিনীত থ্রিলারধর্মী দেবী ছবিটি। অস্ট্রেলিয়ায় আগামী ১০ নভেম্বর থেকে সিনেমা হলে চলবে ছবিটি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘মিসির আলি’ চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’কে অবলম্বন করেই পর্দায় আনা হচ্ছে চলচ্চিত্রটি। দেবী’র পরিচালক অনম বিশ্বাস বাংলাদেশ থেকে টেলিফোনে বলেন, ‘যারা দেবী উপন্যাস পড়েছেন কিংবা মিসির আলী চরিত্রটিকে চেনেন, তাঁদের কাছে দেবী সিনেমাটির ঘটনাপ্রবাহ চেনা চেনা মনে হলেও এর দৃশ্যায়নে  রয়েছে  ভিন্ন মাত্রা। আশা করছি দর্শকরা উপন্যাসের মতোই দেবী সিনেমাটিকেও ভালোবাসবে।’ এদিকে দেবীর অন্যতম প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান অস্ট্রেলিয়ায় দেবীর প্রদর্শনি নিয়ে বাংলাদেশ থেকে ফোনে বলেন, ‘আশা করছি ছবিটি প্রবাসীদেরও অন্যরকম আনন্দ দেবে।’  তিনি অস্ট্রেলিয়া প্রবাসীদের পরিবার ও বন্ধুদের নিয়ে দেবী দেখার আমন্ত্রণ জানান।

অস্ট্রেলিয়ার দেবী সিনেমার পরিবেশক বঙ্গজ ফিল্মসের অন্যতম কর্ণধার তানিম মান্নান বলেন, ‘আমি নিজে একজন হুমায়ূন আহমেদের বিশাল ভক্ত। অস্ট্রেলিয়ার অনেক প্রবাসী বাংলাদেশিরাও ভালোবাসেন তাঁর লেখাকে। আর তাঁর লেখা উপন্যাসে নির্মিত সিনেমা দূর পরবাসে থাকার জন্যে হাতছাড়া হোক তা চাই না। তাই এই আয়োজন’। অস্ট্রেলিয়ায় দেবী সিনেমার প্রদর্শন নিয়ে বলছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় প্রথমবার সিডনির অবার্নের রিডিং সিনেমায় আগামী ১০ নভেম্বর শনিবার দুপুর ৩ টায় এবং ১১ নভেম্বর রবিবার সন্ধ্যে ৬টায় প্রদর্শিত হবে দেবী। এরপর ১৭ নভেম্বর শনিবার সিডনির ইস্টগার্ডেন এবং পার্থ এর  ক্যারোসেলের হোয়টস সিনেমা হলে সন্ধ্যে ৬টা এবং দুপুর ৩টায় চলবে দেবী। পরদিন ১৮ নভেম্বর অ্যাডিলেডের ওয়ালিস সিনেমায় সন্ধ্যে ৬টায় দেখা যাবে দেবী সিনেমাটি।সিনেমাটির অনলাইনে অগ্রিম টিকিট পাওয়া www.krazytickets.com.au/debi/ এ ঠিকানায়।