লাক্স স্কিন এসথেটিকস ক্লিনিকের আয়োজনে আগামী ১৯ নভেম্বর তারিখ রবিবার রকডেলের রেড রোজ ফ্যাঙ্কশন সেন্টারে বিকেল ৫ টা থেকে ১১ টা পর্যন্ত ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব।
উৎসবের আয়োজকদের অন্যতম, ইসরাত সুলতানা জানান, বসন্ত উৎসবকে ঘিরে আমরা ভিন্ন মাত্রায় একটি উৎসব সিডনিবাসীকে উপহার দিতে যাচ্ছি। উৎসবে থাকবে, নানান ধরণের দেশীয় মজাদার খাবার। থাকবে ফ্যাশন শো, ব্যান্ডের সংগীত, শিশুদের জন্য আকর্ষণীয় অনুষ্ঠান, বসন্ত উৎসবের নানান ধরণের কারুকার্য, মজাদার খেলা এবং পেশাদার ফটোগ্রাফির আয়োজন।
এই আয়োজনের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে $৩৫ এবং তিন বছরের নীচে শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
অনুষ্ঠানে যারা যেতে আগ্রহী অবশ্যই আগামী ১৫ নভেম্বরের মধ্যে টিকিট নিতে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত যোগাযোগের জন্য ইসরাত সুলতানার 0432456071 এবং টিকিটের জন্য পে আইডি 0493588962