সিডনিতে আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের ২০২৫ বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত ।

সিডনিতে আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের ২০২৫ বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত ।

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) – অস্ট্রেলিয়া চ্যাপ্টারের ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়েছে রবিবার ৬ জুলাই সিডনির মার্সডেন পার্ক নেবারহুড সেন্টারে। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বসবাসরত বাংলাদেশি প্রকৌশলী সম্প্রদায়ের ৪০ জনেরও বেশি আর্থিক সদস্য উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে ছিলেন কয়েকজন খ্যাতনামা ও অভিজ্ঞ প্রকৌশলী। সভাটি পরিচালনা করেন ড. ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন। তিনি অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং অস্ট্রেলিয়ার ভূমি ও জলাশয়ের ঐতিহ্যবাহী মালিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশ ছিল প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের মধ্যে অন্যতম তিনজন গুণী ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব – প্রফেসর আহমদুল আমিন, ইঞ্জিনিয়ার শফিউল করিম ও প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল করিম – এর উপস্থিতি, যা অনুষ্ঠানে এক বিশেষ মর্যাদা এনে দেয়। অতপর চ্যাপ্টারের সম্মানিত সেক্রেটারি ড. এএইচএম কামরুজ্জামান ২০২৪/২০২৫ সময়কালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এতে তিনি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের বিভিন্ন সাফল্য ও কার্যক্রমের চিত্র তুলে ধরেন। বিশেষভাবে তিনি উল্লেখ করেন যে, আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের নিরলস প্রেচেষ্টার ফলেই বাংলাদেশ ‘ওয়াশিংটন অ্যাকর্ড’-এর ২৪তম স্বাক্ষরকারী সদস্য হিসেবে স্বীকৃতি পায়। প্রতিবেদনের সঙ্গে ছিল ছবি সম্বলিত উপস্থাপনা, যা সদস্যদের গত এক বছরের কাজের দৃষ্টান্ত তুলে ধরে। চ্যাপ্টারের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার রাশিদ পাটোয়ারী ওই বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন, যা স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করে। এরপর প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার পারভেজ শাহ এবং সহকারী নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার নূর হোসেন নির্বাচন কমিশনের প্রতিবেদন পেশ করেন। অনুষ্ঠানে এক বিশেষ সম্মাননা প্রদান করা হয় আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে। তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রফেসর ড. রেজাউল করিম, যার সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সোহেল করিম ও নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এক উন্মুক্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন ড. ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম। এই পর্বে সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক প্রশ্ন ও প্রস্তাব উপস্থাপন করেন। উপস্থিত সদস্যরা বর্তমান নির্বাহী কমিটির পেশাদারিত্ব, ও নিষ্ঠার সাথে কাজ করার প্রচেষ্টাকে প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। সমাপনী বক্তব্যে চ্যাপ্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল মতিন সকল সদস্য ও নির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান তাঁদের কঠোর পরিশ্রম ও অঙ্গীকারের জন্য।

একটি কেক কাটার মাধ্যমে চ্যাপ্টারের সাম্প্রতিক অর্জন উদযাপন করা হয়। অনুষ্ঠানের শেষাংশে ছিল এক আনন্দঘন লাঞ্চ ও নেটওয়ার্কিং পর্ব, যা সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা জোরদার করে। যোগাযোগের জন্য: iebaustralia@gmail.com আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টার যোগাযোগ টিম !