বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার জাতীয় শোক দিবস ২০২৫ পালন।

বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার জাতীয় শোক দিবস ২০২৫ পালন।

২৪শে আগস্ট ২০২৫ বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। সিডনির ইংগেলবার্ণের গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে বঙ্গবন্ধুপ্রেমী স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন ইফতু মঞ্চে ডেকে নিলেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ নিজাম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুল জলিল, প্রধান বক্তা এমিরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ঐক্য প্রক্রিয়ার সফল সমন্বয়ক, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ড. নূরুর রহমান খোকন, ও ঐক প্রক্রিয়ার অন্যতম সহায়ক বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মফিজুল হক এবং রেপোর্টিয়ার হিসাবে ড. রতন কুন্ডুকে।

অনুষ্ঠান শুরুতেই সকল নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ করে শোনানো হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্ট ১৯৭৫ এ নিহত তাঁর পরিবার বর্গ ও নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নজরুল ইসলাম। এর পরে উপস্থিত সবাই সমবেত কন্ঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করেন। সভায় বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ড. রফিকুল ইসলামের আশু রোগমুক্তি, ৩০ লক্ষ শহীদের এবং শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত এবং দেশের সার্বিক উন্নয়নের জন্যও দোয়া পাঠ করা হয়।

এরপরের পর্বে ছিল বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ড. রতন কুন্ডুর পরিচালনায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা পাঠ ও একটি দেশের গান। প্রথমেই নির্মলেন্দু গুনের লেখা কবিতা পাঠ করলেন বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি আইনজীবী নির্মাল্য তালুকদার। এরপর বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন সংগঠনের যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক পূরবী বড়ুয়া, লুৎফর রহমান রিটনের একটি ছড়া আবৃত্তি করলেন নাসরিন মোফাজ্জল, সৈয়দ শামসুল হকের লিখা আমার পরিচয় কবিতাটি আবৃত্তি করলেন সদস্য সেলিমা বেগম, আনিসুল হকের ৩২ নং কবিতাটি পড়লেন কবি ও উপন্যাসিক আরিফুর রহমান আরিফ এবং স্বরচিত কবিতা আবৃত্তি করলেন সুহৃদ সোহান হক। একটি ইংরেজী কবিতা আবৃত্তি করেন বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ড. খায়রুল চৌধুরী।

সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক নিলুফা ইয়াসমিনের নেতৃত্বে “ধন ধান্য পুষ্পে ভরা”গানটি সুললিত কন্ঠে পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন, রেহানা তাসনিম বন্যা, অনীলা পারভীন, পূরবী বড়ুয়া ও অন্যান্য শিল্পীবৃন্দ।

এরপর বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আল নোমান শামীম এবং কোষাধ্যক্ষ সাজ্জাদ সিদ্দিক গত ১৩ মাসে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া নির্মম ঘটনা প্রবাহের দুটি ডকুমেন্টারি প্রদর্শন করেন।

দেশের এই ক্রান্তিকালে একটি ভিন্ন আঙ্গিকে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া এই শোক দিবস পালন করলো। আলোচনায় বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই পর্বটির সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুল জলিল। আব্দুল জলিল তাঁর মৃদু এবং স্পষ্ট উচ্চারণে মঞ্চে ডেকে নিলেন প্রধান বক্তা এমিরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলামকে। অধ্যাপক ইসলাম তাঁর উপর নিরধারিত “আওয়ামী রাজনীতির অতিত, বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট এবং বর্তমান সঙ্কট উত্তরণের উপায়” শীর্ষক দীর্ঘ ৩৭ মিনিটের বক্তৃতায় আওয়ামী লীগ সরকারের সফলতা এবং ব্যর্থতার কিছু চিত্র তুলে ধরেন এবং বর্তমান সঙ্কটে দলের করনীয় কিছু বিষয় আলোকপাত করেন।

এর পর বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আলী মোহাম্মদ কাজী, ডা. রবিউল করিম, কলামিস্ট অজয় দাশগুপ্ত, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সভাপতি ড. সিরাজুল হক, সিডনীর সংগঠক ও সমাজসেবক গামা আব্দুল কাদির, ডা. নুরুর রহমান, উপন্যাসিক ও কলামিস্ট ড. সাখাওয়াৎ নয়ন, শিক্ষাবিদ ড. প্রদীপ মাহবুব, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি ডাঃ লাভলী রহমান, জনাব রফিক উদ্দিন, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান রিতু, বঙ্গবন্ধুর সৈনিক হারুনুর রশিদ, গিয়াস উদ্দিন মোল্লা এবং কনটেন্ট ক্রিয়েটর ও অনলাইন এক্টিভিস্ট ড. আবুল হাসনাৎ মিল্টন। ক্যাম্পবেলটাউন সিটি মেয়রের শুভেচ্ছা বাণী পড়ে শোনান কমিউনিটি ব্যক্তিত্ব এবং কাউন্সিলর মাসুদ চৌধুরী।

বঙ্গবন্ধুর সাথে স্মৃতিচারণ মূলক বক্তৃতা দিলেন বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ।

শোকানুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সর্বজনাব কোহিনুর খান, নাজমুল খান, ড. বজলুল করিম, নেয়ামুল বারী নেহাল, কাজী আশফাকুর রহমান, শাহজাহান বৈতালিক সহ সিডনীর সর্বস্তরের মানুষ, সমাজ কর্মী, সাংবাদিক এবং সাংস্কৃতিক জন।

আগত অতিথিদের সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়। শব্দ ও আলোক নিয়ন্ত্রনে ছিলেন জাকি খন্দকার এবং সাজ্জাদ সিদ্দিক। আপ্যায়নের দায়িত্ব পালন করেন আব্দুল হালিম মিয়া ও সৈয়দ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ড. নিজাম উদ্দিন আহমেদ।