পাকিস্তানে ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি

পাকিস্তানে ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি

অনলাইন ডেস্ক: ০৬ আগষ্ট, ২০১৫

পাকিস্তানের সাবেক ক্রিকেট ক্যাপ্টেন ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। করাচীতে তিনি যখন একটি ক্রিকেট প্রশিক্ষণ শিবিরে যাচ্ছিলেন তখন তার গাড়ির ওপর এই হামলা চালানো হয়।

ওয়াসিম আকরাম জানিয়েছেন, তিনি অক্ষত আছেন। তিনি জানান, এক ব্যক্তি পেছন থেকে গাড়ি চালিয়ে এসে তাঁর গাড়ির পেছনে ধাক্কা দেয়। এরপর গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

মিস্টার আকরা আরও জানিয়েছেন, তিনি নিশ্চিত যে হামলাকারী ব্যক্তি কোন সরকারী কর্মকর্তা। তিনি গাড়ির নাম্বার পুলিশকে জানিয়েছেন।

ওয়াসিম আকরামকে আন্তর্জাতিক ক্রিকেটের এযাবতকালের সেরা বাঁ হাতি ফাস্ট বোলার হিসেবে গণ্য করা হয়। ১০৪টি ম্যাচে তিনি ৪১৪টি উইকেট নিয়েছেন। ( সুত্রঃ বিবিসি বাংলা )