সুন্দরবনে বাঘেদের নজরবন্দি করবে ভারতীয় ড্রোন!

সুন্দরবনে বাঘেদের নজরবন্দি করবে ভারতীয় ড্রোন!

অনলাইন ডেস্কঃ ২৫ আগস্ট ২০১৫

বাঘেদের গতিবিধির উপর নজর রাখতে সুন্দরবনের আকাশে এবার উড়ে বেড়াবে ড্রোন। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের ভারতীয় কর্মকর্তা প্রদীপ ব্যাস জানিয়েছেন, ড্রোনের সাহায্যে সীমিত কর্মী নিয়েই, এক জায়গায় বসে জঙ্গলের ১৫-২০ বর্গকিলোমিটার এলাকার উপর নজরদারি চালানো যাবে। বাঘ ছাড়াও লক্ষ্য রাখা যাবে চোরাশিকারীদের গতিবিধির উপরও। পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর একটি ওয়াটারপ্রুফ ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ব্যাস। যার দাম পড়বে ২০-৩০ লাখ টাকা। কোনও বিশেষজ্ঞ এজেন্সির কাছ থেকেই ড্রোন কেনার কথা ভাবা হচ্ছে, যাতে তা চালানোটাও কর্মীদের শিখিয়ে দিতে পারে সেই এজেন্সি। জিপিএস ডিভাইস ও হাই রেজ্যুল্যুশন ক্যামেরা সম্বলিত ড্রোন ওয়াইল্ডলাইফ ম্যানেজমেন্টের ক্ষেত্রে ক্রমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ড্রোনের মাধ্যমে যেসব বাঘেদের চিকিৎ‌সার প্রয়োজন, যেসব বাঘ জনবসতির কাছাকাছি চলে যাচ্ছে তাদের চিহ্নিত করা- এসব নানা দিকে নজরদারি চালানো সহজ হবে। এছাড়াও চোরাশিকারীদের পরিকল্পনাও ভেস্তে দেবে ড্রোনের নজরদারি। ব্যাস জানিয়েছেন, ‘জঙ্গলে কেউ যদি ঢুকতে চায়, তবে তাকে নৌকা নিয়েই ঢুকতে হবে। কাজেই কেউ যদি ঘন জঙ্গলে গা ঢাকা দিয়েও থাকে, পাড়ে বাঁধা নৌকা ঠিক ধরা পড়ে যাবে ড্রোনের নজরে। কাজেই আমরা বুঝতে পারবো, জঙ্গলের কোনদিক দিয়ে প্রবেশ করেছে চোরাশিকারীরা।’  ( সুত্রঃ ভোরের কাগজ)