উইম্বলডন ফাইনালে ঘাসের কোর্টের রাজা রজার ফেডেরার৷

উইম্বলডন ফাইনালে ঘাসের কোর্টের রাজা রজার ফেডেরার৷

অল ইংল্যান্ড ক্লাবে অষ্টম খেতাব থেকে মাত্র এক কদম দূরে রজার ফেডেরার৷১১বার উইম্বলডন পুরুষ সিঙ্গলসের ফাইনালে উঠলেন ফেডএক্স৷শুক্রবার সেন্টার কোর্টে টমাস বার্ডিচকে স্ট্রেট সেটে (৭-৬,৭-৬,৬-৪) হারিয়ে ২৯বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠার অনন্য নজির গড়লেন সুইস মায়েস্ত্রো৷রবিবার ফাইনালে খেতাবের লড়াইয়ে ক্রোয়েশিয়ার মারিন চিলিচের বিরুদ্ধে কোর্টে নামবেন রজার৷

ঘাসের কোর্টে রূপকথা রজারের৷টমাস বার্ডিচকে হারিয়ে গ্রহের সবচেয়ে বর্ষীয়ান প্লেয়ার হিসেবে উইম্বলডন ফাইনাল খেলবেন সুইস তারকা৷মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে দারুণ শুরু করেছিলেন রজার৷পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী নাদালকে হারিয়ে ১৮ তম গ্র্যান্ড স্ল্যাম জেতেন৷এরপর ঘাসের কোর্ট উইম্বলডনে খেলবেন বলে ফরাসি ওপেন থেকে নাম তুলে নেন৷মাঝে ইন্ডিয়ান ওয়েলস,মিয়ামি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন৷শেষ মরশুমে হাঁটুতে অস্ত্রপচারের পর ছয় মাস কোর্টের বাইরে ছিলেন৷চোট সারিয়ে ফিরে এসে ৩২ ম্যাচের ৩০ টিতে জয় পেয়েছেন ৩৫-এর ফেডেরার৷
সেমিফাইনালের হাড্ডহাড্ডি লড়াইয়ে প্রথম দু’সেটে ট্রাইবেকারে জয় পান সুইস মায়েস্ত্রো৷শেষ সেটে অবশ্য রজারে দাপটের সামনে হার স্বীকার করেন বার্ডিচ৷রবিবাসরীয় ফাইনালে সপ্তম বাছাই মারিন চিলিচের বিরুদ্ধে নামবেন রজার৷ক্রেয়াশিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সাত বারের সাক্ষাতে ছয় বারই জিতেছেন ফেডএক্স৷শেষ বার উইম্বলডনের কোয়ার্টারে মারিনকে হারিয়েছেন তিনি৷ফাইনালে জয় পেয়ে ১৯ তম গ্র্যান্ড স্ল্যাম জিতলে এটিপি র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে আসবেন রজার৷ অন্যদিকে ফেডেরারকে হারিয়ে প্রথমবারের জন্য উইম্বলডন জিতলে র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে আসবেন চিলিচ৷