গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় সিডনির ক্রয়ডন পার্কের নিকটস্থ কোরিয়ান সোসাইটির হলে বাংলাদেশ পূজা এসোসিয়েশন এর আয়োজনে সরস্বতী পূজার আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা এসোসিয়েশন সিডনির পুরাতন পূজা সংগঠন যারা২৮ বছর ধরে হিন্দুদের পূজাসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করে আসছে সিডনিতে।
বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিং চুন্নু এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন যিনি কয়েক সপ্তাহ আগে ইহকাল ছেড়ে চলে যান। তার স্মরণে বিশেষ আলোচনা করা হয় এবং প্রিন্টেড ম্যাগাজিনেও তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শিশুদের আর্ট প্রতিযোগিতা এবং বিদ্যা শিক্ষায় অগ্রগামী ও সি , সিলেক্টিভ , হাই স্কুল এবং ইউনিভার্সিটিতে অধ্যায়নরত ছাত্র ছাত্রীদেরকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
সকাল থেকে থেকে শত শত হিন্দু ধর্মাবলম্বী মানুষ ‘বিদ্যা ও জ্ঞানের আলো নিয়ে সবার জীবনে আসুক মা সরস্বতী’ এই প্রার্থনা করেন।
সারাদিন ব্যাপী অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানাদির পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অত্যন্ত জাঁকজমক ও রঙ্গিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেই পর্বটি।
রাট ১০ টায় রাতের খাবারের মাধ্যমে আয়োজনটির পরিসমাপ্তি টানেন আয়োজকরা।