অনলাইন ডেস্কঃ ২১ জুলাই ২০১৫
২৪৮ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন তেম্বা তাভুমা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অভিষিক্ত পেসার মুস্তাফিজুর রহমান। স্পিনার জুবায়ের হোসেন নেন ৩ উইকেট।
আইসিসি র্যাংঙ্কিংয়ের শীর্ষ এই দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, , মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দল : হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, , ফাফ ডু প্লেসিস, স্টিয়ান ফন জিল, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ভ্যারন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, তেম্বা বাভুমা, স্যায়মন হারমার।