লিবিয়া উপকুলে কয়েকশ মানুষের মৃত্যুর আশংকা

লিবিয়া উপকুলে কয়েকশ মানুষের মৃত্যুর আশংকা

লিবিয়া উপকুলে কয়েকশ শরনার্থীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে

অনলাইন ডেস্কঃ ২৮ আগস্ট ২০১৫

লিবিয়া উপকুলে কয়েকশ শরণার্থী নিয়ে আসা দুটি নৌকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। যুয়ারা বন্দরের কাছে নৌকা দুটি থেকে এখন পর্যন্ত অন্তত ২১ জনকে উদ্ধার করা হয়েছে।তবে ধারণা করা হচ্ছে কয়েকশ মানুষ সেখানে মারা গেছে।
একটি অসমর্থিত সূত্র বলছে একটি হাসপাতালে অন্তত একশো মরদেহ নিয়ে যাওয়া হয়েছে যাদের মধ্যে সিরিয়া, বাংলাদেশ ও সাব সাহারান আফ্রিকার দেশগুলোর নাগরিক রয়েছেন।
প্রথম যে নৌকাটি বৃহস্পতিবার সকালে সাহায্যের জন্য সংকেত দেয় সেটিতে ৫০ জনের মত শরণার্থী ছিল।
তবে ২য় যে নৌকাটি পরে ডুবে যায় সেটিতে ছিল চারশ’র মত শরণার্থী। লিবিয়ার কোষ্টগার্ড বলছে সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে, তবে আশংকা করা হচ্ছে নৌকাতে যারা ছিলেন তাদের বেশিরভাগ মারা গেছেন।

অবৈধ পথে তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল
পশ্চিম ত্রিপলির যুয়ারা এলাকার একজন বাসিন্দা বিবিসি কে বলছেন সেখানকার একটি হাসপাতালে অন্তত ১০০ টি মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।
সিরিয়া, বাংলাদেশ ও সাব-সাহারান আফ্রিকার দেশগুলো থেকে যেসব শরণার্থী আসছিল তারা এই মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন বলে জানাচ্ছেন ঐ বাসিন্দা। তবে এই তথ্যটির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।
নৌকা দুটি থেকে অন্তত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ বলছে এ বছরে লিবিয়া থেকে ইতালির উদ্দেশে নৌকায় করে সমুদ্র পথে যাওয়ার চেষ্টা করলে এ পর্যন্ত দুই হাজার চারশ’র বেশি শরণার্থী মারা গেছে।
এদের অনেকেই লিবিয়ার রাজনৈতিক সংকটের কারণে মানবপাচারকারিদের সহায়তায় নৌকায় করে বিপদসংকুল এই সমুদ্র পথে যাত্রা করছে।
বিবিসির উত্তর আফ্রিকার সংবাদদাতা রানা জাওয়াদ তিউনিস থেকে জানাচ্ছেন লিবিয়ার কোস্টগার্ডের সমুদ্রে এ ধরণের বড় মাপের উদ্ধার অভিযান পরিচালনা করার সক্ষমতা নেই। ( সুত্রঃ বিবিসি বাংলা)