জঙ্গিবাদের উত্থানের জন্যে শেখ হাসিনা দায়ী: খালেদা জিয়া

জঙ্গিবাদের উত্থানের জন্যে শেখ হাসিনা দায়ী: খালেদা জিয়া

অনলাইন ডেস্ক: ০৩ নভেম্বর ২০১৫

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বাংলাদেশে ‘জঙ্গিবাদের উত্থানের’ জন্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন।

তিনি বলেছেন, “শেখ হাসিনাই জঙ্গি জঙ্গি বলেছেন। বিদেশিদের ভয় দেখানোর জন্যে। বিদেশিদের তারা বোঝাতে চাইছে বিএনপি এলে জঙ্গিদের উত্থান হবে। কিন্তু তাদের উত্থান আওয়ামী লীগের আমলে হয়েছে। আমরা ক্ষমতায় আসার পর সব জঙ্গিকে ধরেছি।”

লন্ডনের একটি হোটেলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ আজ মোটেও ভালো নেই।

 এসময় তার পাশে ছেলে তারেক রহমানও উপস্থিত ছিলেন। চিকিৎসার জন্যে দেড় মাস আগে লন্ডনে আসার পর এই প্রথম প্রকাশ্য কোনো সভায় তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বললেন।

ঢাকায় ইতালির নাগরিক তাভেলা চেজারের হত্যাকাণ্ডের বিষয়ে মন্তব্য করতে গিয়ে খালেদা জিয়া প্রশ্ন করেন, হত্যার সময় কূটনৈতিক পাড়ার সড়কের বাতি বন্ধ ছিলো কেনো? তার জন্যে কি বিএনপি দায়ী?

খালেদা জিয়া বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সবচে খারাপ। এই পরিস্থিতির জন্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন।

খালেদা জিয়া বলেন, “দেশে গণতন্ত্র নেই। সেকারণে একের পর এক এসব ঘটনা ঘটছে। আর সবকিছুতেই বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।”

খালেদা জিয়ার এই সমাবেশের সময় হোটেলের বাইরে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

শেখ হাসিনাকে ‘লেডি হিটলার’ উল্লেখ করে খালেদা জিয়া অভিযোগ করেন যে শেখ হাসিনা বাংলাদেশে ‘রাজতন্ত্র’ কায়েম করেছে।

তিনি বলেন, “শেখ হাসিনা যা হুকুম দিচ্ছেন তার সৈন্য সামন্তরা, অর্থাৎ প্রশাসন সেভাবেই কাজ করছে।”

খালেদা জিয়া বলেন, লন্ডনে তার ছেলের পরিবার তাকে আরো কিছু দিনের জন্যে তাদের সাথে রেখে দিতে চায়। কিন্তু বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্যে খুব শীঘ্রই তিনি দেশে ফিরে যাবেন। (সুত্রঃ বিবিসি বাংলা)