এখন সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাইজে যদি কেও দেখবেন দুনিয়া। সেখানে গড়ে উঠেছে এক পকিমন গো ক্লাব। হাজার জড়ো হয়ে শুধু গেইম খেলছে। গত কয়েকদিনে সিডনিতে এক ব্যাক্তি চাকুরী ছেড়েছে , কেও কেও গাড়ির সাথে হিট খেয়েছে আবার কেওবা খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন বাইরে কাটাচ্চ্ছে। এই নেশা ড্রাগ এর নেশার চেয়ে ভয়ঙ্কর মনে হচ্ছে। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞতা সতর্কবার্তা দেয়া শুরু করেছেন। এই গেমারদের নিরাপত্তা নিয়েও উদ্বীগ্ন অনেকে। কারণ এটি এমন একটি গেম যে গেমারকে খেলতে খেলতে ঘরের বাইরে যেতে উৎসাহিত হয়। যা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
ভার্চুয়াল দুনিয়ার নতুন ক্রেজ ‘পকিমন গো’ মোবাইল গেম। হঠাৎ বাজারে এসেই মাত করে ফেলেছে গেমটি। এমনকি এক জরিপে দেখা গেছে, মানুষ এখন ফেসবুকের চেয়েও বেশি সময় কাটায় এই গেম খেলে।
অ্যাপস অ্যানালাইটিক কোম্পানি সেন্সর টাওয়ার পরিচালিত জরিপে দেখা যাচ্ছে, বিশেষ করে আইফোন ব্যবহাকারীরা ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগের অ্যাপের চেয়ে এখন পকিমন গো গেমে বেশি সময় ব্যয় করছে।
হিসাব করে দেখা গেছে, মোবাইল ব্যবহারকারীরা পকিমন গো খেলে ৩৩ মিনিট ব্যয় করলে অন্যান্য অ্যাপসের মধ্যে ফেসবুকে কাটাচ্ছেন ২২ মিনিট এবং স্ন্যাপচ্যাটে ১৮ মিনিট।
এই জরিপ চালানো হয় ১১ জুন সোমবার, মাত্র একদিনের জন্য। এই দিনেই পকিমন গো আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়। ইতিমধ্যে পকিমন গো যতোটা জনপ্রিয় হয়ে উঠেছে তাতে আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে। বিলিয়ন ডলার আয় ছাড়িয়ে গেছে গেমটি।