সিডনিতে এন টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিডনিতে এন টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিডনি প্রতিনিধিঃ গত ১৭ই জুলাই রোববার সিডনি’র কস্তূরী ফাংশন সেন্টারে এন টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হল। বাংলাদেশ থেকে আগত শিল্পী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে এন টিভি অস্ট্রেলিয়ার সিইও রাশেদ শ্রাবণ তার স্বাগত বক্তব্যে বলেন, অস্ট্রেলিয়ায় এনটিভিই একমাত্র বাংলাদেশি মূলধারার টেলিভিশন যা গত তিন বছর ধরে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে তিনি এন টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর সু-স্বাস্থ্য কামনা করেন এবং বাংলাদেশের সম্প্রতি হামলায় শোক প্রকাশ করেন।

তারপর তিনি এন টিভি অস্ট্রেলিয়ার আমন্ত্রিত অতিথি বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় চার তারকা চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, বৃন্দাবন দাস ও শাহনাজ খুশি ও বাউল গায়ক শফি মণ্ডলকে মঞ্চে আমন্ত্রন জানান। অতিথিবৃন্দ, এনটিভি অস্ট্রেলিয়ার কলাকুশলী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

বাংলাদেশ থেকে আগত তারকারা অত্যন্ত আন্তরিকতাপুর্ন পরিবেশে সিডনি প্রবাসী কমিউনিটির সাথে খোলামেলা আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহন করেন। আমন্ত্রিত অতিথিরা এন টিভি সম্পর্কে তাদের মতামত ও প্রত্যাশা নিয়ে কথা বলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে সায়মন সারওয়ার ও রেজাউল হক আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা ও আপ্যায়নের তদারকি করেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে এন টিভি’র দর্শক, কলাকুশলী, সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্টজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এনটিভি বাংলাদেশের প্রথম আইএসও সনদপ্রাপ্ত টেলিভিশন চ্যানেল।  নৈশভোজের পর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।