অনলাইন ডেস্ক: রিও অলিম্পিকের রিদমিক জিমন্যাস্টিকস রাশিয়ার হয়ে অংশ স্বর্ণ জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান নাগরিক মার্গারিটা মামুন।
শনিবার রাত ১২টায় অনুষ্ঠিত ফাইনালে সোনা জিতেছেন ‘বাংলার বাঘিনী’ খ্যাত মার্গারিটা।
এর আগে উইমেন’স ইনডিভিজুয়াল অল-অ্যারাউন্ড ইভেন্টের হিটে প্রথম হয়ে উঠেছিলান ফাইনাল।
মার্গারিটার বাবা আবদুল্লাহ আল মামুন, রাজশাহীর সন্তান তিনি। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রিধারী। মা রাশিয়ান, আন্না। তারা এখন সপরিবারে রাশিয়াতেই থাকেন। তার মা সাবেক রিদমিক জিমন্যাস্ট, তার হাত ধরেই এই খেলায় হাতেখড়ি রিটার।
মার্গারিটা জুনিয়র লেভেলে কিছুদিন বাংলাদেশের হয়ে খেলেছেন। কিন্তু সিনিয়র লেভেলে তিনি অংশ নেন রাশিয়ার হয়ে। বর্তমানে বিশ্ব র্যাংকিংয়েও এক নম্বরে আছেন মার্গারিটা।
রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডও রয়েছে মার্গারিটার। ২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। (সূত্র: ইত্তেফাক )