সিডনিতে ঈদের নামাজের সময়সূচী নিয়ে অস্ট্রেলিয়ান বাংলাদেশিরা দ্বিধাবিভক্ত !

সিডনিতে ঈদের নামাজের সময়সূচী নিয়ে অস্ট্রেলিয়ান বাংলাদেশিরা দ্বিধাবিভক্ত !

সিডনির লাকেম্বার ঈদের জামাত (সংগৃহিত)

সিডনিতে ঈদের নামাজের সময়সূচী  নিয়ে বরাবরই একটা আতঙ্কে  থাকতে হয় এই দেশের মুসলমানদের। প্রতি বছর  অস্ট্রেলিয়াতে রোজা কবে শুরু হবে সেই দিনটি যেমন ঠিক  করা কঠিন , ঠিক তেমনি রোজা শেষ করে ঈদ পালন করার দিনটিও যেন খুব অনিশ্চিত।  আর এই নিয়ে দ্বিধাদ্বন্দে থাকতে থাকতে অস্ট্রেলিয়ার মুসলমানরা বছরের পর বছর এইভাবে রোজা- ঈদ করে যাচ্ছেন।

আর এই প্রবণতাটা সবচেয়ে বেশী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে আগত মুসলমানদের মধ্যে।  অস্ট্রেলিয়াতে যেসব মুসলমানদের   আদিবাস আরব ও আফ্রিকা ভুক্ত দেশগুলোতে তাদের মধ্যে কোন রকম দ্বিধা নাই।  তারা সরাসরি সৌদি আরব এর দিনক্ষণ দেখে রোজা শুরু ও শেষ করে।

আমরা সাব-কন্টিনেট থেকে আসা মানুষগুলো সুবিধামতো  কখনও সৌদী পন্থী ,  কখনও  সাব-কন্টিনেট পন্থী আবার  মাঝে মাঝে উইকএন্ড পন্থী।

বিজ্ঞানের যুগে বসবাস করছি , যেখানে আমরা প্রতি মিনিটে চাঁদ -সূর্যের অবস্থান বলতে পারি, পারি আবহাওয়ার গতিবিধি পর্যালোচনা করতে কিন্তু বলতে পারি না চাঁদ দেখা গেল কি গেল না।

হায় সেলুকাস কি বিচিত্র এই  এই পৃথিবী  ! কি বিচিত্র আমাদের ধর্মীয় ব্যাখ্যা !

যারা সৌদি পন্থী অথবা উইকেন্ড পন্থী তারা আজ  ২৫ শে জুন  রবিবার সারা অস্ট্রেলিয়াতে ঈদ উৎযাপন করবেন এবং যারা অস্ট্রেলিয়ায়  বা তার  কাছাকাছি  দেশে চাঁদ  দেখার উপর নির্ভরশীল ( সনাতনপন্থী) তারা আগামী ২৬ শে জুন  সোমবার ঈদ উৎযাপন করবেন।

অবাক লাগে  যখন  পাশাপাশি দুইটি পরিবারই বাংলাদেশ থেকে আগত , একটি পরিবার যে দিনটি ঈদ করছে আগামীকাল সেই একই দিনে  রোজা রাখছেন পাশের বাসার লোকজন।  আমরা গুরুজনের কাছ থেকে শুনতাম ঈদের দিন রোজা রাখা হারাম।  এখন বিচারের দায়  কার ???