বুয়েট এলামনাই অস্ট্রেলিয়ার Career Development Workshop অনুষ্ঠিত

বুয়েট এলামনাই অস্ট্রেলিয়ার Career Development Workshop অনুষ্ঠিত

“If one does not know to which port one is sailing, no wind is favourable.”

– Lucius Annaeus Seneca

বুয়েট এলামনাই অস্ট্রেলিয়া গত ৫ই মার্চ ২০১৭ সিডনীর মর্টডেল কমিউনিটি সেন্টারে এক “Career Development Workshop” এর আয়োজন করে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বুয়েটিয়ানদের পছন্দের ভিত্তিতে বুয়েট এলামনাই অস্ট্রেলিয়া এই কর্মশালার আয়োজন করে। অস্ট্রেলিয়ার জন্য  বুয়েটিয়ানদেরকে সিভি লেখা, সরকারি চাকুরির জন্য সিলেকশন ক্রাইটেরিয়া লেখা এবং ইন্টারভিউ টিপস শেয়ার করাই ছিল কর্মশালার মূল উদ্দেশ্য। সানিয়া শারমীন (Traffic and Transport Investigation Engineer at City of Parramatta Council), নুর-এ-আলম (Project Manager, Access Networks Delivery, Vodafone Hutchinson Australia) এবং ফারহানা রিফাত (Strategic planner, Sydney water) তাদের অভিজ্ঞতা থেকে বিষয়ভিত্তিক বক্তব্য প্রদান করেন। সম্পূর্ণ পেশাদারি মনোভাব নিয়ে ডিজাইন করা এই কর্মশালায় প্রত্যেকটি বিষয়ের উপর আলাভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ইন্টার‍্যাক্টিভ সেশন, প্রশ্নোত্তর পর্ব ছাড়াও সকল অংশগ্রহণকারীকে কর্মশালার বিষয়বস্তু সম্বলিত পুস্তিকা সরবরাহ করা হয়।

বিশেষজ্ঞ প্যানেলে ডঃ গোলাম আলি (Discipline Leader, Structures and Materials, GHD Sydney), নাজমুল হোসেন (Manager, Security and Infrastructure, Tecnology Services, TAFE Sydney), ডঃ রেজাউল করিম (Former Senior Lecturer of University of Technology Sydney) এবং তানভীর আহমেদ তমাল (Lead Coordinator, Operational  Compliance & Acceptance, Vodafone RAN projects, NOKIA) তুলে ধরেন তাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ধরণের প্রয়োজনীয় টিপস। অস্ট্রেলিয়াতে নবাগত অভিষেক বিশ্বাস এবং অপর্ণা গুহ বিশ্বাস তাদের অস্ট্রেলিয়া আসার এবং চাকুরিক্ষেত্রে প্রবেশ করার ব্যাপারে অভিজ্ঞতা শেয়ার করেন।

বুয়েট এলামনাই অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অংশগ্রহণকারিদেরকে, বিশেষজ্ঞ প্যানেলকে এবং আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন বুয়েট এলামনাই অস্ট্রেলিয়ার বর্তমান সভাপতি কেয়া আলী, সহ-সভাপতি সানিয়া শারমীন, সাধারণ সম্পাদক নিশাত সিদ্দিক এবং বুয়েট এলামনাই অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি মাহমুদা রুনু। আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে এই কর্মশালার নিরপেক্ষ মূল্যায়ন ও পরামর্শ তুলে ধরেন ডঃ কাজী আলী আজম (Former MD of Dhaka WASA and additional chief engineer of DPHE, Bangladesh)।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের কাছ থেকে মূল্যায়ন আহবান করা হয়, যাতে করে ধারাবাহিকভাবে উত্তরোত্তর এই কর্মশালার মান বাড়ানো যায়। অংশগ্রহনকারীরা পেশাগত কর্মশালা আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বেশি এই ধরণের কর্মশালা আয়োজন করার বিষয়ে অভিমত ব্যক্ত করেন। মতামতগুলোর চুম্বক অংশ তুলে ধরা হলঃ

“I would like to see similar type of arrangement regularly. Thank you so much BUETAA.”

“I am very happy that this type of workshops have been organised. Similar program should be done regularly.”

“It was really informative.”

“Industry wise sessions required for example dedicated sessions for telecom, communication etc.”

বুয়েট এলামনাই অস্ট্রেলিয়ার সদস্যবৃন্দ, বিশেষজ্ঞ প্যানেল এবং অংশগ্রহনকারীসহ প্রায় অর্ধ শত বুয়েটিয়ান ও তাদের বন্ধু বান্ধব এই কর্মশালায় যোগ দিয়েছিলেন।