২৩ মার্চ শনিবার সিডনি অলিম্পিক পার্কের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। বাংলাদেশের বাইরে সর্ববৃহৎ বৈশাখী মেলার আসর এটি। বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া এই মেলাটির আয়োজক। এ বছর মেলাটির ২৭ তম আসর। মেলাটি অলিম্পিক পার্কে ১৪ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের বহু সাংস্কৃতিক মন্ত্রী রে উইলিয়ামস তার মিডিয়া রিলিজে জানান, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া আগামী বছর মেয়াদে মোট ১০০,০০০ অস্ট্রেলিয়ান ডলার সরকারি অনুদান হিসেবে পাবে। যেহেতু ৩০, ০০০ বাঙালী নিউ সাউথ ওয়েলসে থাকে এবং এই বৈশাখী উৎসবকে আরও জনপ্রিয় করতে এই অনুদান বরাদ্দ করা হয়েছে। এতদিন ধরে মেলা যাওয়ার কারণে বাংলাদেশী বৈশাখী মেলাকে স্বীকৃতি দেযা সাউথ ওয়েলসের সংসদে ।
মেলার আয়োজনে থাকবে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, কবিতা আবৃত্তি, কৌতুক ও বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র। মেলা উপলক্ষে স্মরণিকা প্রকাশ এবং বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এবারের মেলার আকর্ষণ হচ্ছে বাংলাদেশ থেকে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর এবং পশ্চিম বঙ্গ থেকে সংগীতশিল্পী আকাশ সেন।