মনে করো আমি চলে গেছি
দূরে অনেক দূরে
যেমন চেয়েছো তুমি
তোমার আমার ভালবাসার পালা
শেষ হলো তবে।
ভালবাসছো তো? আছ তো সুখে?
নতুন করে স্বপ্ন আঁকছ তো তার বুকে?
মনে পড়ে কি কখনো আমায়?
কোনো বিষন্ন সন্ধ্যায়?
যত কথা আর স্মৃতিগুলো
সবই কি মিথ্যে হয়ে গেছে
না বলা ব্যাথায়?
ভুলে গেছো কি সেই হাতের ছোঁওয়া,
মুছে যাওয়া চোখের কাজল, ঠোঁটের রঙ?
ভুলে গেছো সেই প্রিয় মুখ
যার রেখায় রেখায় এঁকেছিলে অজস্র চুম্বন?
হয়তো সময় বদলে গেছে
তোমার হৃদয় এখন অন্যের দখলে,
তবুও হয়তো মনে পড়ে আমাকে তোমার
কখনো কখনো,
ভালবাসা কি এতই ঠুনকো হয়?
এত সহজেই কি ভুলতে পারো
নতুন স্বপ্নের জাল বুনতে পারো?
ভালবাসা কি এতই ঠুনকো হয়
ভোলা কি যায় এত সহজেই?
মনে পড়বেই আমাকে তোমার
খুঁজবে আমাকে তোমার তার মাঝে,
আমার ভালবাসা বাস করে শুধু যে
আমারই অন্তরে, পাবে না কোথাও খুঁজে আর।