গত ২ অক্টোবর, ২০২১ খ্রিঃ শনিবার ভার্চুয়াল জগতে আত্মপ্রকাশ করলো ঐকতান অস্ট্রেলিয়া নামে প্লাটফরম। বাংলাভাষার শিল্প- সাহিত্য- সংস্কৃতির ঐতিহ্য বিশ্বব্যাপী প্রচার- প্রসার- লালন- পালনে এক মনোজ্ঞ শুভ উদ্বোধন উপভোগ করলো বিশ্ববাঙালী।ঐকতান অস্ট্রেলিয়ার উদ্যোক্তা ও প্রতিষ্ঠিতা অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট নন্দিত সংগীত ও বাচিক শিল্পী দেবী সাহা।
দীর্ঘ ৩ ঘন্টা ৩০ মিনিটের উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বিশ্ববরেণ্য ভাষাবিদ শিক্ষাবিদ রবীন্দ্র- ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডঃ পবিত্র সরকার স্যার।এসময় উপস্থিত ছিলেন ঐকতান অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা বাংলাদেশের নারী জাগরণের কিংবদন্তী নেতৃ শ্রদ্ধেয় আশালতা সাহা।
অনুষ্ঠান জ্ঞানগর্ভের আলোচনা ও কবিতা আবৃত্তি করেন বিশ্ববরেণ্য লেখক,গবেষক,পরিব্রাজক, গীতিকার, বাচিকশিল্পী, সহজ মানুষ আশ্রমের রবীশংকর মৈত্রী, বিশ্ববরেণ্য কবি,বাচিকশিল্পী, লেখক,গীতিকার, সুরকার সাহিত্য- সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র- চট্টোপাধ্যায় এর পঞ্চম বংশধর নন্দিত কবি জয়দীপ চট্টোপাধ্যায়, সব্যসাচী পুরষ্কার প্রাপ্ত বিশ্বখ্যাত বাচিকশিল্পী কবি সেলিম দুরানী বিশ্বাস,বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক,কবি,সংগীতশিল্পী প্রফেসর ডঃ সবুজ শামীম আহসান,বিশিষ্ট লেখক,সাহিত্যিক,বাচিকশিল্পী খালিদ মিঠু,নন্দিত বাচিকশিল্পী মৌ পাঠক সিংহ,বাচিকশিল্পী সাধন দাস,বাচিকশিল্পী মৌ মধুবন্তী।
অনুষ্ঠানে আরো ছিলেন বিশিষ্ট নন্দিত সংগীতশিল্পী সামিনা খন্দকার, সমীর কান্তি দেবনাথ, (বাংলাদেশ) দীপান্বিতা ঘোষ ভারত থেকে
বাচিক শিল্পী ও অভিনেত্রী
দুরদর্শন ও মঞ্চ খ্যাত চয়ন শিকদার, বিশিষ্ট নজরুল সংগীত গবেষক দীপা দাস, (ভারত) , বিশিষ্ট বেহালা বাদক মনিন্দ্র বিশ্বাস (ভারত)অস্ট্রেলিয়া সিডনি থেকে জ্যোতি বিশ্বাস,শুক্লা দাস,শীর্ষা দত্ত,মৃদুল রায় প্রমুখ।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নন্দিত বাচিকশিল্পী মৌ পাঠক সিংহ।
ঐকতান অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা দেবী সাহা জানান,বিশ্বব্যাপী মাতৃভাষা বাংলার সাহিত্য সংস্কৃতি’ কবিতা গান নৃত্যের আলোকিত ঐতিহ্য ছড়িয়ে দেওয়াই তার মুল লক্ষ্য।তিনি বাংলাভাষার ধারক বাহক প্রচারকদের এজন্য সহযোগিতা করার সনির্বদ্ধ অনুরোধ করেন। তিনি আরো বলেন একতান অস্ট্রেলিয়া সকলের জন্য উন্মুক্ত।বিশেষদিন ছাড়াও ঐকতান অস্ট্রেলিয়ার অনুষ্ঠান নিয়মিত আয়োজিত হবে। উল্লেখ্য লাইভে উদ্বোধন অনুষ্ঠান দেখে হাজার হাজার বিজ্ঞ বিদগ্ধ দর্শক- শ্রোতা ঐকতান অস্ট্রেলিয়ার ভুয়সী প্রসংশা করেন।