১৭ই মার্চ ছিলো বাঙালী জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। জাতির পিতার জন্ম শতবার্ষিকী থেকেই সিডনি মহাসমারোহে বিভিন্ন উদযাপন করে আসছে। এবছর অস্ট্রেলিয়া যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া যুগপৎ ভাবে সিডনিতে জাতির পিতার জন্মদিন পালন করলো।
১৭ই মার্চ কর্মদিবসে স্থানীয় একটি রেস্টুরেন্টে জাঁকজমক ভাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের বর্ষীয়ান নেতৃবৃন্দ ও পার্টি কর্মীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্ত, সর্বজনাব ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা গামা আব্দুল কাদির, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের প্রথম সভাপতি ও নব্বইয়ের গন-আন্দোলনের অন্যতম নেতা শফিকুল আলম, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি আব্দুল জলিল, অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া ও প্রেসক্লাবের সভাপতি মো রহমতুল্লাহ, বঙ্গবন্ধু পরিষদ সাধারন সম্পাদক এড. নির্মল্য তালুকদার, মুনীর হোসেন, ভাষাশহীদ আবুল বরকতের দৌহিত্র কবি আইভী রহমান, টাঙ্গাইল জেলা আওয়মী লীগ নেতা খন্দকার তারিক হাসাল লিপু, অস্ট্রেলিয়া যুবলীগ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম, যুগ্ম সাধারন সম্পাদক অপু সারোয়ার, সাংগঠনিক সম্পাদক এলিজা আজাদ রহমান টুম্পা, আলী আশরাফ হিমেল ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সাংবাদিক নেতা আবু তারিক, খ্রিস্টান এসোসিয়েশন নেতা পল মধুসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কেটে দোয়া পরিচালনা করা হয়, দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া যুবলিগের প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাহীন ও সনাতন ধর্ম থেকে দোয়া করেন এড নির্মল্য তালুকদার।