সিডনিতে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন পালিত

সিডনিতে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন পালিত

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ জন্মদিনে।
গোপালগঞ্জের এক প্রত্যন্ত অঞ্চলের ছায়া সুনিবিড় ছোট্ট একটি গ্রামের নাম টুঙ্গিপাড়া। গ্রামটির কোল বেয়ে বয়ে যাওয়া মধুমতী নদী। এ গ্রামেই ১৯২০ সালের ১৭ মার্চ জন্মেছিল এক শিশু। ছোটবেলায় মা-বাবা আদর করে তাকে ডাকতেন খোকা বলে। ছোট্ট গ্রামের এই ছোট্ট খোকা একদিন হলেন বাঙালির বড় নেতা শেখ মুজিবুর রহমান। অবশ্য নামটি রেখেছিলেন তার মাতামহ। আর শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু এবং সব শেষে জাতির পিতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি।
এই এই মহান ব্যক্তির জন্মদিন উপলক্ষ্যে আজ সন্ধ্যায় সিডনির ধানসিঁড়ি রেস্তোরাতে বঙ্গবন্ধু প্রেমিকরাএকত্রিত হয়েছিলেন । কোন বক্তৃতা ছিল না। ছিল বঙ্গবন্ধুর দীর্ঘ দিনের সংগ্রাম এবং বাঙ্গালীর মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম নিয়ে গল্প করা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে গল্প। সবশেষে কেক কেটে রাতের খাবার দিয়ে জন্মদিনের ছোট পরিসরের মিলন মেলাটি শেষ হয়।