‘ফিরে চল মাটির টানে শ্লোগানে’ এবার পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া স্বাধীনতা দিবস ও বর্ষবরণ অনুষ্ঠান আগামী ২৭শে মে, শনিবার ২০২৩, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর অনুষ্ঠানটির স্থান , সিডনির খুবই পরিচিত কমিউনিটি হল , গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টার , ইঙ্গেলবার্নে (Greg Percival Community Centre, Cnr of Oxford Rd and Cumburland Rd, Ingleburn)
এই উপলক্ষ্যে সংগঠনটির সমস্ত এলামনাই ও পরিবারকে জানাননি জন্য নিম্নোক্ত তথ্য পরিবেশন করেছেন :
“গত ২৬শে মার্চ ২০২৩ ছিল বাংলাদেশের মহান ৫২তম স্বাধীনতা দিবস। বাঙালি জাতির ইতিহাসে রক্তের অক্ষরে লেখা গৌরবোজ্জ্বল একটি দিন। কত শত মায়ের অশ্রু, বোনের সম্ভ্রম ও লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। রাজাকার – আলবদররা হত্যা করেছে বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। মুক্তিযুদ্ধে শহিদ হয়েছে এ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র, শিক্ষক,কর্মচারী। মাতৃভূমির জন্য যারা জীবন উৎসর্গকরেছেন, তাঁদের স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এ্সোসিয়েশন,অস্ট্রেলিয়া আয়োজন করেছে এক বিশেষ অনুষ্ঠানের। কথা ও গান দিয়ে আমরা স্মরণ করব বাঙালির এই সব যুদ্ধের নানা ঘটনাকে। আপনারাও আমাদের সাথে শরিক হন এই মহতী স্মরণ সভায়।
প্রতিবছরই বাংলা নববর্ষ আমাদের জীবনে এক নতুন অভিব্যাক্তি নিয়ে হাজির হয়। মন-প্রাণ আপনা আপনিই নেচে ওঠে। মনে পড়ে ফেলে আসা দেশের কথা, মায়ের কথা, বোনের হাতের চুড়ির রিনিঝিনি শব্দ যেন কানে বেজে ওঠে- কি জানি কি এক সুখানুভূতিতে ভরে উঠে মন। আমরা বাঙালীরা যেখানেই থাকিনা কেন বর্ষবরণে আমাদের এক হতেই হয়। আসুন, আমরা মিলিত হই, সবাই মিলে গেয়ে উঠি– এসো হে বৈশাখ এসো এসো।
স্বাধীনতা দিবস ও বর্ষবরণ উপলক্ষে এই মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবার পরিজনসহ আপনাদের উপস্থিতি কামনা করছি।”
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য
সদস্য: ২৫ ডলার
সদস্য ও স্ত্রী/স্বামী ও ১ জন সন্তান : ৫০ ডলার
অতিরিক্ত সন্তান : ২০ ডলার
অতিথি : ২৫ ডলার
১২ বছরের নীচে সন্তানদের জন্য কোন ফি দিতে হবে না
রেজিস্ট্রেশন ফি DUAAA – Westpac – BSB 032 075 – A/C No: 429887 হিসাবে
জমা দিতে পারবেন। আর রেফারেন্স-এ আপনার পুরো নাম পরিষ্কার করে দিয়ে দেবেন।
এ ছাড়া নগদ টাকায়ও পরিশোধ করা যাবে। টাকা পরিশোধের শেষ তারিখ – ২১শে মে,২০২৩।
যোগাযোগঃ Golam Mowla 0402919594, Khairul Chowdhury 0423510639, Halimusshan 0406233051, Shafiqullah (Lincoln) 0411609016, Rafique Uddin 0405218754, Nargis 0401592549, Zahid 0416821924, Bishwajit 0433208975, Hayat 040359442, Hady 0401133067, Kanta 0424613535, Tania 0433045100, Munir 0425368693, Smriti 0423467650, Sakina 045821113