অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার জাতীয় শোক দিবস ২০২৪ পালিত

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার জাতীয় শোক দিবস ২০২৪ পালিত

মাকসুদুর রহমান সুমন: ২৪শে আগস্ট ২০২৪ শনিবার সিডনির রেড রোজ ফাংশন সেন্টার রকডেলে শাহ আলম সৈয়দের সভাপতিত্বে ও মাকসুদুর রহমান সুমন চৌধুরীর উপস্থাপনায় বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের স্মরনে ৪৯তম শাহদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসবে তাৎপর্যপূর্ন তথ্য তুলে ধরে বক্তব্য ও দোয়ার মুনাজাত করেন সিডনির সুপরিচিত গবেষক, লেখক ও কলামিষ্ট ড. কাইউম পারভেজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম সিটি কলেজের সাবেক নির্বাচিত ভি পি ও জি এস ইফতেখার উদ্দীন ইফতু।
আরো বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরম পত্রের লেখক মরহুম এম আর আখতার মুকুলের কন্যা কবিতা পারভেজ, বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমা বেগম,  আবু তারিক,
বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সম্পাদক মন্ডলীর সদস্য লিয়াকত আলী লিটন, মোঃ মনসুর, অস্ট্রেলিয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু সারোয়ার, মোহামেডান জাতীয় ফুটবল দলের খেলোয়ার ও অস্ট্রেলিয়া আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান ভুট্রো, অস্ট্রেলিয়া আওয়ামীলীগ নেতা ইন্জিনিয়ার সাজ্জাদ সিদ্দিকী, ইন্জিনিয়ার নজরুল ইসলাম সাচ্চু, অস্ট্রেলিয়া কৃষক লীগের সভাপতি শাহ আলম, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনির হোসাইন, দোহার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মুক্তার হোসেন,
আওয়ামীলীগ নেতা সোহাস, জিয়াউল কবির জিয়ন, এনামুল হক অসীম কে বারমান ও অস্ট্রেলিয়া ছাত্রলীগ নেতা মাসফি রহমান, তাছনিম উদ্দিন ফাহিম প্রমুখ,
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আরো অনেকই উপস্থিত ছিলেন যাদের নাম লিখতে না পাড়ার জন্য দুঃখ প্রকাশ করছি।
রাতের খাবার পরবর্তীতে অনুষ্ঠান সমাপ্ত হয়।