অস্ট্রেলিয়ার সিডনীতে আরটিভি’র কার্যালয়ের শুভ উদ্বোধন

অস্ট্রেলিয়ার সিডনীতে আরটিভি’র কার্যালয়ের শুভ উদ্বোধন

সৌ্হাদ্যপূ্র্ন পরিবেশের মধ্য দিয়ে গত ৬ই অগাস্ট বৃহ্সপতিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বাণিজ্যনগরী সিডনীতে উদ্বোধন করা হয় বাংলাদেশী বেসরকারি টেলিভিশন আরটিভির কার্যালয়। ২৩৩ ক্যাসেলরোড স্ট্রিটের অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। প্রবীণ কমিউনিটি ব্যক্তি গামা কাদির ও বাসভূমির কর্ণধার আকিদুল ইসলাম সহ সকল কলা কুশলীদের আন্তরিক উদ্যোগে এই উদ্বোধনের আয়োজন করা হয়।

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের পরিস্থিতি ও জীবন যাপন আরটিভির মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী  কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী   কমিউনিটি নিয়ে অনুষ্ঠান সম্প্রচারের পরিকল্পনার কথা জানান তিনি। তিনি বলেন প্রবাসে বেড়ে উঠা প্রজন্ম যাতে বাংলা সংস্কৃতি চর্চা ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও সহমর্মীতা প্রদর্শন ও অনুশীলন করতে শেখে তার জন্য এই উদ্যোগ।

দেশীয় সংস্কৃতির মূল ধারার সাথে সমন্বয় সাধন করে প্রবাসে বাংলাদেশী সংস্কৃতির চর্চা ও আয়োজন অত্যাবশ্যক বলে মনে করেন সৈয়দ আশিক রহমান। প্রবাসে বেড়ে উঠা প্রজন্ম যেন বাংলা সংস্কৃতি ভুলে না যায় তার জন্য আমাদের এখনই পদক্ষেপ গ্রহণ দরকার বলে তিনি জানান। আরটিভির উদ্বোধন ও নতুন কার্যালয় সে সমস্ত দায়িত্ব পালনে গুরত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট বাক্তিবর্গ, সিডনীতে বসবাসরত লেখক, সাংবাদিক, শিল্পী ও রাজনীতিবিদসহ বিশিষ্টজনরা। অনুষ্ঠান শেষে সবাইকে মিষ্টি মুখ করানো হয়।

(কাগজ প্রতিনিধি :কাজী সুলতানা শিমি)