ব্লগার অভিজিৎ ও অনন্ত বিজয়ের হত্যাকারীরা আটক: র‍্যাব

ব্লগার অভিজিৎ ও অনন্ত বিজয়ের হত্যাকারীরা আটক: র‍্যাব

ব্লগার অভিজিৎ রায় ও সিলেটের অনন্ত বিজয় দাশের হত্যার মূল পরিকল্পনাকারী আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য তৌহিদুর রহমান (বাঁয়ে),

সাদেক আলী (মাঝে) ও আমিনুল মল্লিককে (ডানে) গ্রেপ্তার করে র‍্যাব। আজ মঙ্গলবার দুপুরে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ছবি: আবদুস সালাম ( সুত্রঃ প্রথম আলো)

অনলাইন ডেস্কঃ ১৮ আগস্ট ২০১৫

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনা কারী সহ ৩ জনকে আটকের দাবি করেছে র‍্যাব।
এ বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকায় অভিজিৎ রায় এবং মে মাসে সিলেটে অনন্ত বিজয় দাশ নামে দুজন ব্লগার নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এরাই মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছেন র‍্যাবের উপ-পরিচালক মেজর মাকসুদুল আলম।
তারা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। গতকাল রাতে রাজধানীর নীলক্ষেত এবং ধানমন্ডী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে ।

killedbloggers

 

 

 

 

 

 

 

 

 

ত ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় খুন হন ব্লগার অভিজিৎ রায়।
এর মাধ্যমে এই দুজন ব্লগারের হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উদঘটিত হতে যাচ্ছে বলে দাবি করেন মিস্টার আলম।
র‍্যাবের এই কর্মকর্তা তৌহিদুর রহমান নামে একজন প্রবাসী বাংলাদেশীর নাম উল্লেখ করে বলেন, তিনিই এ ধরনের সবগুলো হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তৌহিদুর রহমান যুক্তরাজ্যের নাগরিক এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে তার দক্ষতা রয়েছে বলেও জানান তিনি।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানান মি আলম।

ব্লগার অনন্ত বিজয় দাশ সিলেটে খুন হন গত মে মাসে।
এছাড়া সাদেক আলী এবং আমিনুল মল্লিক নামে অপর দুজন ব্যক্তির নাম উল্লেখ করেন তিনি। তার ভাষায়, ব্লগার অভিজিৎ এবং অনন্ত বিজয় হত্যাকাণ্ডের কিলিং মিশনে ছিলেন সাদেক আলী। আরও ৫/৭ জন ছিলেন তার সাথে।
বাংলাদেশে এবছর এ পর্যন্ত ৪ জন ব্লগারের হত্যার ঘটনা ঘটেছে। এ মাসের শুরুর দিকে ঢাকার গোরানে নিজের বাসায় নিলয় নীল নামে আরও একজন ব্লগার নিহত হন। ( সুত্রঃ বিবিসি বাংলা)