শচীনের চোখে ‘ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার’ সাঙ্গাকারা

শচীনের চোখে ‘ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার’ সাঙ্গাকারা

অনলাইন ডেস্কঃ ১৮ আগস্ট ২০১৫

২০ আগস্ট কলম্বোর পি সারা স্টেডিয়ামে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারা। বিদায়ের আগে ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার লঙ্কান এই গ্রেটকে প্রাপ্য সম্মান জানালেন ‘ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার’ খেতাব দিয়ে। সাঙ্গা প্রসঙ্গে শচীন বলেন, সে দারুণ একজন ক্রিকেটার। বিশ্বের গ্রেট ক্রিকেটারদের মধ্যে অন্যতম সাঙ্গা। সে ক্রিকেটার হিসেবে বেড়ে উঠেছে। কখনো দেখিনি সাঙ্গা মারমুখি হয়ে খেলা চালিয়ে যাচ্ছে।

মারার বল সে মেরেছে, যখন বোলারদের আক্রমন করার প্রয়োজন ছিল তখনই সে বড় হিট খেলতো। আর এটাই একজন গ্রেট ক্রিকেটারের চিহ্ন। শচীন আরও যোগ করেন, সাঙ্গা তার নিজের স্টাইলে ব্যাট করতে পছন্দ করে। আর আমি যখন তার প্রতিপক্ষ দলে খেলেছি, কখনই তার ব্যাটিংটা উপভোগ করতে পারিনি। সে সত্যিই তার ক্রিকেট ক্যারিয়ারকে গ্রেট বানিয়ে রেখেছে।

শুধু শ্রীলঙ্কা নয়, বিশ্বের সকল বামহাতি ব্যাটসম্যানদের আদর্শ হতে পারে সাঙ্গা। ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা টেস্ট খেলেছেন ১৩৩টি। যেখানে ভারতের হয়ে শচীন সাদা পোশাকে মাঠে নেমেছেন ২০০ ম্যাচে। ১৫,৯২১ রান করে টেস্টে সর্বোচ্চ রানের মালিক শচীন। আর সাঙ্গাকারা সাদা পোশাকে এখন পর্যন্ত করেছেন ১২,৩৫০ রান। ভারতের হয়ে ২৪ বছর টেস্ট খেলেছেন শচীন। আর সাঙ্গাকারা লঙ্কানদের হয়ে ১৫ বছর ধরে খেলে চলেছেন।

বিশ্বের চতুর্থ ও শ্রীলঙ্কার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৪০০ ম্যাচ খেলার ক্লাবে নাম লেখান সাঙ্গাকারা। এগারতম বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ৪০০ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন তিনি। ৪৬৩ ম্যাচ নিয়ে সবার উপরে আছেন ভারতের লিটল মাষ্টার শচীন। ২০০০ সালে গলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় সাঙ্গাকারার। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেন অ্যালম্যানাকের ২০১৫ সালের বর্ষসেরা ক্রিকেটার হন শ্রীলঙ্কার এ গ্রেট ক্রিকেটার। ( সুত্রঃ ভোরের কাগজ)