অনলাইন ডেস্কঃ ১০ নভেম্বর ২০১৫
অস্ট্রেলিয়া ফুটবল দল বাংলাদেশে এলে তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বিশ্বকাপ ফুটবলের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফিরতি ম্যাচ আগামী ১৭ নভেম্বর ঢাকায় হওয়ার কথা রয়েছে।
এই ম্যাচ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা দেখতে বাংলাদেশে আসা অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেন তিনি।
অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মার্ক সালিবা ও লিয়াম রায়ান দুপুরে সচিবালয়ে মন্ত্রীর কক্ষে যান।
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সালিব সন্তুষ্টির কথা বললেও ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ফুটবল দল আসবে কি না তা স্পষ্ট করেননি বলে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
তিনি সাংবাদিকদের বলেন, “নিরাপত্তার বিষয়ে আমাদের সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে। আমরা তাদের বলেছি, সম্ভাব্য সবচেয়ে ভালো নিরাপত্তা দেব।
“আমাদের অভিজ্ঞতা আছে, এই ধরনের টুর্নামেন্ট আমরা অতীতেও করেছি এবং সামনেও আমাদের দেশে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ রয়েছে। সেইগুলোও আমরা দক্ষতার সঙ্গে করব।”
অস্ট্রেলিয়া কী ধরনের নিরাপত্তা চেয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, “অস্ট্রেলিয়া আমাদের কাছে স্পেশাল নিরাপত্তা চায়নি। আমরা কী করছি- সে বিষয়ে তাদেরকে অবহিত করেছি।”
এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষে নিরাপত্তা দেখতে গত সেপ্টেম্বরে বাংলাদেশে আসেন দেশটির একটি প্রতিনিধি দল। পরবর্তীতে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়ে সফরটি বাতিল করে তারা।
২০১৮ সালে রাশিয়ায় হবে পরবর্তী ফুটবল বিশ্বকাপ। ( সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)