অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে শরণার্থী কেন্দ্রে দাঙ্গা

অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে শরণার্থী কেন্দ্রে দাঙ্গা

 

অনলাইন ডেস্কঃ ১০ নভেম্বর ২০১৫

অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের শরণার্থী কেন্দ্রে সোমবার দাঙ্গার ঘটনা ঘটেছে। এক অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর পর দাঙ্গাকারীরা ওই কেন্দ্র দখল করে নেয়।
অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ জানায়, প্রত্যন্ত ভারত মহাসাগরীয় দ্বীপে শরণার্থী কেন্দ্রে দাঙ্গার সময় কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি। দাঙ্গার সময় জীবন বাঁচাতে নিরাপত্তা রক্ষীরা পালিয়ে যায়। এরপর কয়েদিরা কেন্দ্রে আগুন ধরিয়ে দেয় ও ভাঙচুর করে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিসমাস দ্বীপে অভিবাসী আটক কেন্দ্রে গোলযোগের ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ব্যাপারে আর বেশি কিছু জানাননি। তবে এক কয়েদি রেডিও নিউজিল্যান্ডকে বলেন, দাঙ্গাকারীরা কেন্দ্রের পুনর্দখল ঠেকাতে লাঠি ও ব্যাট নিয়ে প্রস্তুত ছিল।
তিনি বলেন, রোববার এক ইরানি কুর্দী শরণার্থীর লাশ পাওয়া যায়। তার নাম অস্ট্রেলিয়ার গণমাধ্যমে ফাজেল চেগেনি বলে উল্লেখ করা হয়েছে। ওই কেন্দ্র থেকে পালানোর পর তার লাশ পাওয়া যায়। তিনি কিভাবে মারা গেছেন তা স্পষ্ট নয়।
নিজের নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘আমরা এটা দেখে অসুস্থ হয়ে পড়ি। আমরা সবসময় এ ধরণের ঘটনা দেখে আসছি। লোকজন তাদের নিজেদের আঘাত করছে, হত্যা করছে।’ তিনি নিউজিল্যান্ডের আঞ্চলিক টানে কথা বলছিলেন। ( সুত্রঃ বাসস)