ফজলুল বারী :প্রিয় প্রজন্ম ছেলেটা পড়াশুনার জন্যে নতুন এসেছে অস্ট্রেলিয়ায়। বাংলাদেশের হিসাবি মধ্যবিত্ত পরিবারের ছেলে। কাল রাতে তার রূম দেখতে গিয়েছিলাম। পাঁচতলার ফ্ল্যাটে শেয়ারের একটা রূম। খুব স্বাভাবিক ...
Read more
0
সিডনি বাঙালী
সিডনি বাঙালী Posts
প্রেস বিজ্ঞপ্তি অস্ট্রেলিয়া থেকে সম্প্রচারিত প্রথম ও একমাত্র ২৪ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল জন্মভূমিটেলিভিশন সম্প্রচারের তৃতীয় বর্ষ উদযাপন উপলক্ষ্যে ৩ মার্চ সিডনির রেড রোজ ফাংশনসেন্টার ,রকডেলে এক বর্ণিল অনুষ্ঠানেরআয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অথিতিহিসাবে উপস্থিত থাকার কথা ছিল অস্ট্রেলিয়ায়বাংলাদেশ হাইকমিশন এর হাইকমিশনার H.E Mohammad Sufiur Rahman, তিনি ব্যাস্ততারকারণে আসতে না পারায় হাইকমিশনারের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদকামরুজামান,কনসুল , কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ, সিডনি। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন নিউ সাউথ এর মাল্টিকালচারালমিনিস্টার এর প্রতিনিধি মার্ক কুরে এমপি আরোউপস্থিত ছিলেন জিহাদ দিব এমপি , এছাড়াঅনুষ্ঠানটিতে আরো অলংকৃত করেছেনব্যাংকসটাউন – ক্যান্টাবুরি কাউন্সিল এর বাঙালিকাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা , কাউন্সিলরমোহাম্মদ জামান ,ক্যাম্পবেলটাউন কাউন্সিল এরকাউন্সিলর মাসুদ চৌধুরী এবং ওয়েন্টওয়েথভিলএর কাউন্সিলর সুমন সাহা। সিডনির প্রায় সকলমিডিয়ার সম্মানিত প্রতিনিধিরা ছাড়াও সিডনিররাজনীতির সাথে জড়িত বিশিষ্ট ব্যাক্তিবর্গ,সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ ,ব্যাবসায়ী সহ উল্লোখযোগ্য সংখ্যক পেশাজীবী চিকিৎসক দেরউপস্থিতি অনুষ্ঠান টির শোভা বৃদ্ধি করেছে। জন্মভূমি টেলিভশন এর সিইও রাহেলা আরেফিনএর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় বক্তব্য পর্বএরপর বক্তব্য রাখেন মোহাম্মদকামরুজামান,কনসুল , কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ, সিডনি। বিশেষ অথিতি নিউ সাউথএর মাল্টিকালচারাল মিনিস্টার এর প্রতিনিধি মার্ককুরে এমপি এবং লাকেম্বা এলাকার লেবর দলেরএমপি জিহাদ ডিব এমপি , আরো বক্তব্য রাখেন ব্যাংকসটাউন – ক্যান্টাবুরি কাউন্সিল এর বাঙালিকাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা , কাউন্সিলরমোহাম্মদ জামান ,ক্যাম্পবেলটাউন কাউন্সিল এরকাউন্সিলর মাসুদ চৌধুরী এবং ওয়েন্টওয়েথভিলএর কাউন্সিলর সুমন সাহা। বাঙালিকাউন্সিলরদের তাদের সামাজিক কর্মকান্ডেরজন্য বিশেষ সম্মামনা ক্রেস্ট দেন জন্মভূমিটেলিভশন এর উপদেষ্টা ডাক্তার জেসি চৌধূরী।বক্তারা জন্মভূমি টেলিভিশন এর ভূয়সি প্রশংসাকরেন। জন্মভূমি টেলিভিশন এ বছর থেকে জন্মভূমিঅ্যাওয়ার্ড এর প্রবর্তন করেছে এ বছর “জন্মভূমিঅ্যাওয়ার্ড ২০১৮” এ ভূষিত করা হয়েছে মেলবর্নএর বিশিষ্ট সমাজসেবক ,ব্যাবসায়ী ওবাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে অংশগ্রহণকারীমুক্তিযোদ্ধা কামরুল হোসেইন চৌধুরীকে। তারহাতে অ্যাওয়ার্ড টি তুলে দেন জন্মভূমি টেলিভশনএর উপদেষ্টা ডাক্তার আয়াজ চৌধরী। কামরুলহোসেইন চৌধুরী এ বছর অস্ট্রেলিয়া ডে তে ২০১৯ সালের “অর্ডার অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড”পেয়েছেন। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত এরমধ্যে দিয়ে দর্শক পূর্ণ হলে শুরু হয় অনুষ্ঠান ।একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদেরমুগ্ধ করে। নতুন প্রজন্ম এর শিল্পীদের পরিবেশনাদিয়ে শুরু হয় অনুষ্ঠান, নতুন প্রজন্মের শিল্পীদেরমধ্যে ছিলেন আদ্রিতা রহমান, আনান রহমান,সাদমান নাকিব স্বপ্নিল ,রূপকথা , ফারজিনজাহান সাফারিনা , শাফিনা ,সাদিয়াশাখাওয়াৎ,আরিয়ানা আহমেদ , তাভিসা খান,সারিয়া ,নাবিলা আফরিদা স্রোতস্বীনী ও নীলাদ্রি এরপর ছিল স্থানীয় বাংলাদেশি শিল্পীদের নিয়েসাজানো দেশীয় সাংস্কৃতিক পরিবেশনা।এ পর্বেছিলেন ডাক্তার মীর জাহান মাজু ,ডাক্তার ফাহিমাসাত্তার ,ডঃ কাইউম পারভেজ , মলয় বিশ্ব , নুসরাতজাহান স্মৃতি ,ডাক্তার শাহনাজ পারভীন ,আনিসুররহমান ,রোকসানা রহমান ,অর্পিতা সোম ,জিয়াউল ইসলাম তমাল ,সাইফুর রহমান অপু ,নিজামুদ্দিন উজ্জ্বল ,ফারিয়া নাজিম ও এহসানরেজা। যন্ত্রীরা ছিলেন তবলায় অভিজিৎ দান ,জিয়াউল ইসলাম তমাল,গিটারে প্রাঞ্জল কুমারঅধিকারী ,বনফুল ও কাহন বাজিয়েছেন ইয়াসিরপারভেজ মিহির। অনুষ্ঠানের একপর্যায়ে জন্মভূমি টেলিভিশনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ক্রেস্ট তুলে দেনজন্মভূমি টেলিভিশনের সিইও রাহেলা আরেফিন।যারা ক্রেস্ট পেয়েছেন তারা হলেন ডঃ কাইউমপারভেজ ,কাজী সুলতানা সিমি ,ডঃ শাখাওয়াৎনয়ন,ডাক্তার জসিম উদ্দিন ,আতিকুর রহমান শুভ,ডঃ সৈয়দ ফাইজুল আজিম চঞ্চল ,শাহীন আক্তারস্বর্ণা , আবিদা সুলতানা, মুনা মুসতাফা ,সেলিমাবেগম, ফারিয়া নাজিম,পূরবী পারমিতা বোস,লরাহক,শিরিন আক্তার মুন্নী, মোহাম্মদ খাঁন তুষার ওকাজী সামসুল আলম। জন্মভূমি টেলিভশন এর তৃতীয় বষপূর্তি উদযাপন অনুষ্ঠান টি সার্থক করার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের সকল শুভানুধ্যায়ী এবং স্পন্সরদের। ...
Read more
0