চট্টগ্রাম  ক্লাব অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

চট্টগ্রাম  ক্লাব অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বিগত ২২ শে এবং ২৩ শে ফেব্রুয়ারী চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া, সিডনির বিভিন্ন সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস“ পালন করেছে। আয়োজক ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের আমন্ত্রণে বিগত ২২ শে  ফেব্রুয়ারী চট্টগ্রাম ক্লাবের সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক সাদিয়া হক তন্দ্রা এবং ক্লাবের প্রতিনিধীরা “আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস ২০২০“ উপলক্ষে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জনাব জর্জ ব্রটিশবিক, কাউন্সিলর জনাব মাসুদ চৌধুরী, বাংলাদেশ হাই কমিশন অস্ট্রেলিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন ভাষাভাষীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ২৩ শে ফেব্রুয়ারী “একুশে একাডেমী অস্ট্রেলিয়া” কর্তৃক আয়োজিত অমর  একুশের প্রভাত ফেরীতে ক্লাবের পক্ষ থেকে সিডনির অ্যাশফিলড পার্কের  শহীদ মিনারে ক্লাবের সভাপতি শেখ সালাউদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ  চৌধুরী (ইমরান), সাধারণ সম্পাদক সাদিয়া হক তন্দ্রা, নির্বাহী সদস্যরা এবং সদস্যদের পরিবারবর্গ  ভাষা শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এই অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক সাদিয়া হক তন্দ্রা একুশে একাডেমী অস্ট্রেলিয়াকে এমন মহতী উদ্যোগে ক্লাবকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একই দিনে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আয়োজিত বিশ্ব ভাষা দিবস অনুষ্ঠানেও ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ক্লাবের পক্ষ থেকে সুদূর অস্ট্রেলিয়ার মাটিতে এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেন ।