বাবার স্নেহ

বাবার স্নেহ

ঐ দেখোনা আকাশ ডাকে-

ডাকছে নদীর পাড়ে,

দোয়েল কোয়েল শিস্ দিচ্ছে

কেন বারে বারে?

 

প্রজাপতির রঙ্গিঁন পাখা-

দুলছে হেলে-দুলে,

মৌমাছিরা খাচ্ছে মধু-

সর্ষে ক্ষেতের ফুলে।

 

বর্ষা কালে নিঝুম রাতেও-

ঝরে অঝর দেয়া,

পাপড়ি নেড়ে ডাকছে আমায়-

জুই চামেলী কেয়া।

 

ফুলের সুবাস, উতাল হাওয়া-

বসত বাড়ির বাঁকে,

দারুন লাগে ঝিঁ ঝিঁ পোকার-

ঝিম ধরানো ডাকে।

 

চাঁদের মায়া-পরীর মত-

উড়ায় কল্প লোকে,

বুকের মাঝে কোথায় যেনো-

শিরশিরিয়ে ডাকে।

 

ফুল-পাখি আর আকাশ-আলো-

যতই বাসুক ভালো,

মধুর আমার বাবার স্নেহ-

আমার পথের আলো।

 

জগত দেখি সেই আলোতে-

খুজি পথের দিশা,

প্রানের চেয়েও প্রিয় আমার-

বাবার ভালোবোসো।

hayatmamud

 

 

 

 

——–হায়াত মাহমুদ