রফিক উদ্দীন: গত ২৮শে অগাস্ট সন্ধ্যায় সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে জাতীয় শোক দিবস ২০১৬ পালিত হয় । বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি জনাব ড. খায়রুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রফিক উদ্দীনের পরিচালনায় শোক দিবসের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অষ্ট্রেলিয়ায় নিযুক্ত মহামান্য রাষ্ট্রদূত কাজী ইমতাজ হোসেন ও বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা মহাজোটের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাইকেল শাহ এবং স্টেট এমপি এনালক চান্টিভংসহ সিডনিতে বসবাসরত কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, সংবাদপত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।
সভার শুরুতে মো: আক্তার সাইদের কোরআন তেলোয়াত ও ১৫ আগস্টে নির্মমভাবে নিহত জাতীর জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২১ অগাষ্টে আইভি রহমানসহ সকল নিহত ব্যাক্তিবর্গের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মো: হারুন। সংগঠনের প্রাক্তন সভাপতি ড. রতন কুন্ডু সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন।
শোক সভার আলোচনায় প্রধান অতিথি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় উল্লেখ পুর্বক জাতীর উন্নয়নে প্রধান অন্তরায় জংগীবাদের নির্মুলে প্রবাসী সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। ক্ষুদে বক্তা জয়া এবং এনান তালুকদারের বক্তৃতায় উপস্হিত সকলকে বিমোহিত করে। সভায় অন্যান্যদের মধ্যে যথাক্রমে বক্তব্য রাখেন সর্বজনাব ড. নিজাম উদ্দিন আহমেদ, ড. কাইয়ুম পারভেজ, গামা আব্দুল কাদের, সিরাজুল হক, নির্মল পাল, আব্দুল মতিন, আনিসুর রহমান রীতু, হারুনুর রশীদ, ফারুক সীমন রবিন ও আনিসুর রহমান।
রাতের খাবারের বিরতির পর বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কিছু গান ও কবিতা পরিবেশন করেন যথাক্রমে ফারিহা, লামিয়া, রুনু রফিক ,পাপিয়া হায়দার এবং পুরবী বড়ুয়া। তবলায় সহযোগীতা করেন জনাব জাহিদ হাসান।