দেশের ড্রেন ও ম্যানহোল পরিষ্কারের শ্রমিকদের কাজ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তাদের কাজকে বিশ্বের সবচেয়ে খারাপ কাজ বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে এক ব্যক্তির ছবি প্রকাশ করে বলা হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করা এই ব্যক্তিকে শহরের ড্রেন ও ম্যানহোল পরিষ্কার করতে হয় কোনো রকমের নিরাপত্তা সরঞ্চাম ছাড়াই।
এছাড়া কাজ করার সময় তাকে শুধুমাত্র লম্বা একটি লাঠি নিয়ে এবং বিষাক্ত পদার্থ থেকে মুক্তিদায়ক মুখোশ ছাড়াই ড্রেনের নীচে গিয়ে তার মুখ খুঁড়তে হয়। ১৪ মিলিয়ন মানুষের বসবাসপূর্ণ এই শহরটিতে পর্যাপ্ত ড্রেন না থাকায় বৃষ্টির কারণে প্রায়ই বন্যার সৃষ্টি হয় বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।
ড্রেন পরিষ্কার করতে গিয়ে অনেক সময়ই ম্যানহোল পরিষ্কারকারকদের মৃত্যুর ঘটনা ঘটলেও তাদের পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম সরবরহ করা হচ্ছে না বলে ওই প্রতিবেদনে জানানো হয়। (প্রিয়.কম)