সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে টাইগাররা৷ টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো টাইগাররা৷ অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে ম্যাচ সেরা সাকিব আল-হাসান৷
তাইজুলের এলবিডাব্লিউর আবেদন৷ কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ পুরো স্টেডিয়াম৷ আম্পায়ারের আঙুল উপরে উঠতেই বাঁধভাঙা উচ্ছ্বাস মাঠ আর স্টেডিয়াম জুড়ে৷ ততক্ষণে ইতিহাস গড়ে ফেলেছে টাইগাররা৷ টেস্ট ম্যাচে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা, তাও পাঁচ দিনের ম্যাচের একদিন হাতে রেখে!
প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৪ রান এবং বোলিংয়ে দু’ ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে জয়ের নায়ক সাকিব হলেও তামিমের অবদানও কম নয়৷ নিজের ৫০তম ম্যাচে দুই ইনিংসেই ফিফটি (৭১ ও ৭৮ রান) করে বাংলাদেশকে ভালো সংগ্রহের পথে নিয়ে গিয়েছিলেন বাঁ হাতি এই ওপেনার৷
বাংলাদেশের প্রথম ইনিংস: ২৬০
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস: ২১৭
বাংলাদেশের দ্বিতীয় ইনিংস: ২২১
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস: ২৪৪
উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী:
বুধবার দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ৯টি উইকেট পতনের পর দর্শকের সারিতে হঠাৎই হাজির হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এর আগেও দেশের মাটিতে বেশ কয়েকটি ঐতিহাসিক জয়ের সাক্ষী ছিলেন তিনি৷ প্রধানমন্ত্রী আসার পর পরের ওভারেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস৷ বাংলাদেশের পতাকা হাতে ক্রিকেটারদের অভিনন্দন জানাতে দেখা যায় তাঁকে৷
প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ৮৪ রান৷ পাশাপাশি দুই ইনিংসেই ৫টি করে উইকেট৷ চতুর্থ দিনে যখন হাত থেকে ফসকে যাচ্ছে জয়, তখনই শক্ত হাতে প্রতিরোধ গড়লেন তিনি৷ তার ৫ উইকেটের সুবাদে এলো অবিস্মরণীয় জয়৷ আর স্মরণীয় হয়ে থাকলো সাকিবের ৫০তম টেস্ট৷ পুরস্কার নিতে গিয়ে সাকিব সঞ্চালকের কাছে বাংলায় কিছু বলার অনুমতি চান৷ গ্যালারির দর্শকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের দর্শকদের জন্যই এ জয় সম্ভব হয়েছে৷ পুরো দল উৎসাহ এবং অনুপ্রেরণা পেয়েছে তাদের কাছ থেকে৷ সবশেষে এটাও জানালেন, গতকাল যখন ফোনে স্ত্রী শিশিরকে বলেছিলেন ‘‘মনে হচ্ছে ম্যাচ হাত ফসকে যাচ্ছে৷” তখন শিশির বলেছিলেন, এই ম্যাচ যদি কেউ জেতাতে পারে, সে সাকিবই৷ আর সাকিব ৫টা উইকেট নিলেই সেটা সম্ভব৷”
আন্তর্জাতিক অঙ্গণেও সাড়া ফেলেছে টাইগারদের এই ঐতিহাসিক জয়৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন অনেক বিদেশি ক্রিকেটার৷ ভারতের তারকারাও আছেন সেই কাতারে৷
অস্ট্রেলিয়ার ক্রিকেটার মাইকেল ক্লার্ক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলকে৷ লিখেছেন, ‘‘আমার দলের বিপক্ষে জেতায় হয়ত এই অভিনন্দন জানানো আমার উচিত হচ্ছে না৷ কিন্তু যেহেতু বাহবা তোমাদের প্রাপ্য তাই না দিয়ে পারছি না৷”
ঐতিহাসিক টেস্ট জয়ের দিনে বাংলাদেশ অসাধারণ খেলেছে৷ দারুণ একটা টেস্ট ম্যাচ৷