জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এই প্লাটফর্ম রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে বিশ্বমত গঠনের বড় সুযোগ বলে মনে করছেন বিশ্লেষকরা৷
নিউ ইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে এ নিয়ে কথা বলার সুযোগ রয়েছে প্রধানমন্ত্রীর সামনে৷ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, বিশ্বনেতাদের কাছে রোহিঙ্গা সংকট তুলে ধরে বাংলাদেশ থেকে এদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে বড় ভূমিকা রাখবে জাতিসংঘের এই অধিবেশন৷ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে৷
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ১২ই সেপ্টেম্বর ৭২তম সাধারণ অধিবেশন শুরু হয়৷ আগামী ১৯ থেকে ২১শে সেপ্টেম্বর চলবে সাধারণ বিতর্ক, যেখানে এই বিশ্ব সংস্থার ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১শে সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে তাঁর বক্তব্য তুলে ধরবেন৷ এবার এমন এক সময়ে বিশ্ব নেতারা জাতিসংঘ অধিবেশনে মিলিত হচ্ছেন, যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে৷ কয়েক যুগ ধরে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গার ভার বহন করে আসছে বাংলাদেশ৷ কক্সবাজারে এ দফায় প্রবেশ করেছে আরও চার লাখ শরণার্থী৷ রাখাইনের পরিস্থিতির উন্নতি না হলে এই সংখ্যা ১০ লাখে ঠেকতে পারে বলে আশঙ্কা জাতিসংঘের৷
বেসরকারি প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের প্রধান নির্বাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘এই সুযোগটা আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে৷ আমরা এতদিন দ্বিপাক্ষিকভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছি৷ কিন্তু মিয়ানমার আমাদের এই চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে৷ এমনকি প্রতিনিয়ত তারা আকাশসীমা লংঘন করছে৷ এটা তো আসলে বাংলাদেশের একার সমস্যা না, বৈশ্বিক সমস্যা৷”
তিনি আরও বলেন, ‘‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, পার্লামেন্টের স্বাধীনতায় বিশ্বাস করে তাদের এখন এটা নিয়ে কথা বলা সময় এসেছে৷ এখানে সেফ জোনের যে প্রস্তাব বাংলাদেশ দিয়েছে সেটা নিয়ে কথা হতে পারে, তাদের উপর অস্ত্র বিক্রয় বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাবি করতে পারে বাংলাদেশ৷ তাদের জনগণকে অবশ্যই তাদের দেশে ফিরিয়ে নিতে হবে৷ তা না হলে এর দায়ভার পুরো বিশ্বকে নিতে হবে৷ শুধু ত্রাণ দিলেই হবে না, তাদের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে৷”
জাতিসংঘের যৌক্তিকতা নিয়ে অনেকেই এখনো প্রশ্ন তোলেন উল্লেখ করে তিনি বলেন,‘‘এখন যদি এই ইস্যুতে তারা বড় কোন ভূমিকা না রাখতে পারেন তাহলে জাতিসংঘের গুরুত্ব কিন্তু অনেকাংশেই হারাবে৷”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সাধারণ অধিবেশনে মিলিত হচ্ছেন এই বিশ্ব সংস্থার রাষ্ট্র ও সরকার প্রধানরা৷ মিয়ানমারে সেনাবাহিনীর দমন-পীড়নে দেশ ছাড়তে বাধ্য হওয়া লাখ লাখ রোহিঙ্গার মানবিক সঙ্কট যে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, জাতিসংঘ মহাসচিবও সে কথা বলেছেন৷ ২১শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর ওইদিনই জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তার আগে ১৮ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত ‘জাতিসংঘ সংস্কার’ বিষয়ক এবং জাতিসংঘ সদর দপ্তরে ‘প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ’ শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী৷
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ও কমনওয়েলথের বর্তমান চেয়ার-ইন অফিস মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকেট আয়োজিত কমনওয়েলথভুক্ত রাষ্ট্র ও সরকার প্রধানদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা৷ প্যালেস হোটেলে প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া সংবর্ধনায়ও অংশ নেবেন
তিনি৷
এসব দ্বিপাক্ষিক বা যৌথ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা পরিস্থিতির চিত্র তুলে ধরে বিশ্ব নেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করবেন- এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী৷ গত বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘‘লাখ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা এবং তাদের নিজ দেশে প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশ নজিরবিহীন সংকটের মুখোমুখি৷ জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা সমস্যার কারণগুলো তুলে ধরে এর সমাধানে বাংলাদেশের প্রস্তাবগুলো জাতিসংঘে জোরালোভাবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী৷ জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সমস্যার মূল কারণসমূহ তুলে ধরে তা সমাধানে বাংলাদেশের প্রস্তাবসমূহ সুস্পষ্টভাবে পেশ করা হবে বলে জানিয়েছেন এ এইচ মাহমুদ আলী৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে রাখাইন রাজ্যের জন্য কফি আনান কমিশনের সুপারিশগুলো অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানাবেন৷ রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর ‘জাতিগত নির্মূল’ অভিযানকে মানবতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাবেন তিনি৷ (ডয়চে ভেলে)