সিডনিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে শেষ হলো সিডনি বাঙ্গালী বুটিক ক্লাবের চারদিন ব্যাপী ঈদ এক্সিবিশন !

সিডনিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে শেষ হলো সিডনি বাঙ্গালী বুটিক ক্লাবের চারদিন ব্যাপী ঈদ এক্সিবিশন !

অস্ট্রেলিয়ার সিডনিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে শেষ হলো সিডনি বাঙ্গালী বুটিক ক্লাবের চারদিন ব্যাপী ঈদ এক্সিবিশনেই শেষ হয় গত ২৯ মার্চ রাত ১০ টায় সিডনির বাঙ্গালী অধ্যুষিত এলাকা ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ইঙ্গেলবার্ন এবং মিন্টো এলাকাতে।
এই রমজানে ৮ই মার্চ, ১৬ মার্চ, ২৩ মার্চ ও ২৯ মার্চ এই চারদিনের ঈদ এক্সিবিশনের আয়োজন যেখানে সিডনির বিভিন্ন প্রান্তসহ , নিউ ক্যাসেল এবং ক্যানবেরা থেকে ছুটে আসেন অসংখ্য ক্রেতারা।
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশের আদলে ঈদের কেনাকাটা ও আমেজ আনার উদ্দেশ্যে গত ছয় বছর আগে নারী সংগঠক সেলিমা বেগমের নেতৃত্বে কয়েকজন বাংলাদেশী অস্ট্রেলিয়ান নারী উদ্যোক্তাদের নিয়ে গড়ে উঠে সিডনি বাঙ্গালী বুটিক ক্লাব।
বিগত বছরগুলোতে সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের মনে আস্থার জায়গা করে নেয় এই সংগঠনটি।
দেশি-বিদেশি পণ্য নিয়ে প্রায় অর্ধশতাধিক বাংলাদেশী অস্ট্রেলিয়ান নারী উদ্যোক্তা এই এক্সিবিশনে অংশগ্রহণ করেন। ছুটির দিন থাকায় ক্রেতা দর্শনার্থীদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়।
শেষ মুহূর্তের প্রচণ্ড ভিড় এড়িয়ে কেনাকাটার জন্য অন্যান্য স্টেট থেকেও ক্রেতারা এসেছেন কেনাকাটার জন্য। চারদিন ব্যাপী চলা এই এক্সিবিশনগুলো চলে সকাল ১১:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত।
এবারের ঈদ এক্সিবিশনে বিভিন্ন স্টলে দেখা গেছে নিত্য-নতুন সব পোশাকের সমাহার। বাংলাদেশের পোশাকের পাশাপাশি ভারত ও পাকিস্তান থেকেও নানা ধরনের পোশাক ছিল।
এবার ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে কাঞ্জিবরণ, সুতি, জামদানি, স্লিক, পাইনিসিল, হুসকি, জর্দান, কাতান, চেন্নাই সিল্ক শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের থ্রি পিস, ভিভেক থ্রি-পিস, সালোয়ার-কামিজ, শেরওয়ানি, লেহেঙ্গা, কুর্তা, শাল, কটি প্রভৃতি।
শেষ এক্সিবিশনে আকর্ষণীয় ব্যাপারটি ছিল ছোট ছেলেমেয়েদের জন্য ফ্রি ফেসপেইন্টিং এবং মেহেদী দেয়ার কর্নারে। এছাড়াও ছিল বড়দের মেহেদী দেয়ার ব্যবস্থা , ইফতার ,মিষ্টি ও দেশীয় নানা ধরণের পিঠার আয়োজন।
এই এক্সিবিশন সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের হুইপ এনি স্ট্যানলি এমপি , ফেডারেল সরকারের বিশেষজ্ঞ ডাক্তার মাইক ফ্রি ল্যান্ডার এম পি , নিউ সাউথ ওয়েলস রাজ্যের মন্ত্রী অনুলাক চান্টিভং , ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লউন্ডস , ডেপুটি মেয়র ক্যারেন হান্ট , কাউন্সিলরদের মধ্যে মাছুদ চৌধুরী , ইব্রাহিম খলিল মাছুদ , আশিকুর রহমান এস ও খালেদ হালাবী। এছাড়াও উপস্থিত ছিলেন সিডনির বিভিন্ন সংগঠনের প্রতিনিধি , নারী সংগঠক , রাজনৈতিক ব্যাক্তিত্ব, ফটো সাংবাদিক এবং সংবাদকর্মীরা।
মাল্টিকালটারাল অস্ট্রেলিয়া বিভিন্ন দেশীয় সংস্কৃতি চর্চা , ধর্মীয় উৎসবকে অস্ট্রেলিয়ার সরকার সব সময় সাধুবাদ জানায়। বাংলাদেশী অরিজিন অস্ট্রেলিয়ান নারীদের ঘরে বসে বুটিক হাউজ চালানো এবং বাংলাদেশের আদলে রমজানে ঈদ অস্ট্রেলিয়ার অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখার জন্য ব্যাপক প্রশংসা করেন সিডনি বাঙ্গালী বুটিক ক্লাবকে এবং ক্লাবের প্রত্যেকটা সদস্যদের।