অনলাইন ডেস্ক: ০৩ নভেম্বর ২০১৫
দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে আমরা অলস হয়ে পড়ি- বলে মন্তব্য করলেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, আমাদের উদ্যোগ নিতে হবে, আমরা যাতে সচেষ্ট থাকি। জেল হত্যা দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দেওয়া ভাষণে সৈয়দ আশরাফ এ কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সৈয়দ আশরাফ বলেন, যে কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সেই একই কারণে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। কী দোষ ছিল বঙ্গবন্ধুর? অপরাধ কী ছিল? বঙ্গবন্ধুর কী দোষ ছিল? যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই, বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় নাই, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। জাতীয় চার নেতাকে হত্যা করেছে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ যেন একটি অচল রাষ্ট্র হয় এ বিশ্বসভায়। তারা ভেবেছিল, বঙ্গবন্ধু না থাকলে জাতীয় চার নেতা না থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। সেটাই ছিল তাদের প্রচেষ্টা। সে জন্যই’ ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং জাতীয় চার নেতাকে হত্যা করেছে। । এবং সেই ষড়যন্ত্র এখনো চলছে। ((সুত্রঃ ইত্তেফাক )