আজ খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ২৫ ডিসেম্বর ক্রিস্টমাস ডে বা বড়দিন। যিশু খ্রিস্টের জন্মের এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে উৎসবমুখর আমেজে।এই দিনটি খ্রিস্টান ধর্মালবম্বী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষজনও সরকারি ছুটির দিন হিসেবে উৎসবমুখর আমেজে কাটিয়ে থাকে।
অস্ট্রেলিয়াতে ক্রিস্টমাস উপলক্ষে ছুটি শুরু হয় ২৪ ডিসেম্বর থেকে । ব্যাংক, হসপিটাল ও ইমারজেন্সি বিভাগগুলো ছাড়া সাড়া দেশ এখন ছুটির আমেজে আছে। আগামী বছর ৪ই জানুয়ারিতেই অফিসিয়ালই কাজে সবাই ফিরে আসার কথা।
সিডনির বাঙ্গালীরা এই দিনটি পালন করে ভিন্নভাবে। পরপর বন্ধ বিদেশের মাটিতে সত্যি সবার মধ্যে এক আনন্দ বন্যা এনে দেয়। কেও বাড়িতে BBQ করে বন্ধুদের নিয়ে ,নতুন নতুন স্পট খুজে কেও বেড় হয়ে যায় লং ড্রাইভে দল বেদে।
গ্রিস্মকাল থাকাতে সমুদ্র সৈকত কেন্দ্রিকই সবার আনাগুনা। সিডনি তে বেড়ানোর আনেক আনেক জায়গা আছে। তাদের মধ্যে জনপ্রিয় হচ্ছে ব্লু মাউন্টেন, নর্থ কোস্ট ও সাউথ কোস্ট জুড়ে আনেকগুলো সমুদ্র সৈকত এবং চেরি পিকিং। এছাড়া দূরে কোথাও পিকনিক করা। কেও কেও ঘর থেকে দূরে মনের আনন্দে কিছুদিন থাকার পরিকল্পনা নিয়ে বেড়িয়ে পড়েন।
সবারই ছুটি হউক নিরাপদ এবংআনন্দের।