বয়স বেড়েছে নাকি সময় থেমে গেছে
ধূমকেতুরা কি আসছে ধেয়ে
ওই বিশাল আকাশ জুড়ে অসংলগ্ন মেঘেরা কেবল থাকছে চেয়ে
সংকীর্ণতায় ঘেরা ধুম্রজাল আর সব অশনিসংকেত
কি ভীষণ দুর্গন্ধমাখা ওই সে পাটের গাদা
আর থেকে থেকে ভিড় করা অপ্রয়োজনীয় পতঙ্গেরা
করছে আড়াল বাড়ছে আকাল ধ্বংস সকাল
কেবলি ফাঁস আর দীর্ঘশাস
দিকবিদিক লক্ষহীন গোলোকধাধা
তোমার আমার এই কীর্তন অর্থহীন আবেগহীন গতিবিহীন
যাই যাই ধাঁইধাঁই দিকবিদিক ছুঁটে পালাই
আর মিছে চাই ওই লালাসরাই
দুগ্ধহীন ভীষণ মলিন তোমার ওই একটি ছানা
আর বেছনা আর বেছনা
২৮/০৫/২০১৮