বড় হও অনেক বড় হও
দৈর্য প্রস্থ উচ্চতায় নয়
বড় হও তরলে
বড় হও শূন্যতায়, বড় হও গৌণতায়
বড় হয়ে যাও আবার ছোট হয়ে
আকাশ ছুঁয়ে যাও মাটির হাল ধরে
হিংসা দলে বড় হও আর গান গাও
মাটির কাঁকনে শিষ বাজাও আর ঘুম ভাঙাও
বড় হও আর ভেঙে ফেলো ওই কৃত্রিম আকার
মেলে ধর তোমার সাবলীল প্রকার
হোকনা তা একটু কঠিন
তুমি যা তাই যেন হয় তোমার সকাল
রেখোনা আর মুখোশ
বড় হও আর নিঃস্বাশ নাও
বড় হও আর বন্ধু হও
বিশ্বাস নিয়ে বন্ধু হও
মুখোশ নিয়ে নয়
বড় হও তবু ভালোবাসো
কাঁদাও হাসাও আর ভালোবাসাও
চলতে পথে একটু থেমো
আবার ডুবে যাও
ভুলে যাও তুমি কে
ভুলে যাও আমি কে
গান গাও আর মগ্ন হও
ভালোবাসায় ডুব দাও II
(১২ সেপ্টেম্বর ২০১৮)