অস্ট্রেলিয়া থেকে নির্মিত ধারাবাহিক “দূরের বাড়ি কাছের মানুষ” প্রচারিত হচ্ছে আর টিভি’তে

অস্ট্রেলিয়া থেকে নির্মিত ধারাবাহিক “দূরের বাড়ি কাছের মানুষ” প্রচারিত হচ্ছে আর টিভি’তে

দূরের বাড়ি কাছের মানুষ”- অস্ট্রেলিয়ায় নির্মিত এই ধারাবাহিক নাটকটি আগামী ২২ নভেম্বর থেকে আরটিভিতে প্রচার শুরু হচ্ছে। অস্ট্রেলিয়া প্রবাসী লেখক সাংবাদিক নাট্যকার আকিদুল ইসলাম রচিত ও পরিচালিত বহু পর্বের একটি ধারাবাহিক নাটক-দুরের বাড়ি কাছের মানুষ। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৭টা ৪০ মিনিটে ধারাবাহিক্ এই নাটকটি প্রচার হবে। অস্ট্রেলিয়া ভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান বাসভূমির ব্যানারে নির্মিত ধারাবাহিক নাটকটির শুটিং হয়েছে ৫২ পর্বের।

প্রবাসে বাংলা সংস্কৃতি পিয়াসীদের প্রত্যাশা পূরণের অগ্রদূত- বাসভূমি” দেশের বাইরে থেকে নিয়মিত ভাবে দেশের চ্যানেলে কাজ করছে। এই নির্মাণ প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়া কেন্দ্রীক। গত ১৫ বছর ধরে দেশের প্রায় সকল চ্যানেলের জন্যই বাসভূমি নির্মাণ করেছে জনপ্রিয় সব অনুষ্ঠান। বাসভূমি সুত্রে জানা গেছে-দুরের বাড়ি কাছের মানুষ” অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে নির্মিত এবং প্রবাসের নানা সমস্যা ও আনন্দের সম্মিলিত অনুভূতিকেই দর্শকদের সামনে তুলে ধরবে। এর প্রচার শুরু হলে এটাই হবে দেশের টিভি চ্যানেলে অন্যতম ধারাবাহিক নাটক যেটি প্রবাসের নানা বিচিত্রতা নিয়ে নির্মিত।

স্বপ্নের দেশ অস্ট্রেলিয়াকে কাছ থেকে দেখার জন্য এই নাটকটি একটি অপূর্ব বিনোদন। এর অধিকাংশ শুটিং হয়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের লোকেশনে। ২৬ বছর প্রবাসে বাস করা নাট্যকার আকিদুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের সাথে সাংস্কৃতিক সংঘাত, দেশে না ফেরার বেদনাবোধ এই ধারাবাহিকের প্রধান বিষয়। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, কল্যান, নিশা, জেনী, নীলয়, রুপন্তি, আহমেদ রুবেল, রহমত উল্লাহ, ফজলুল হক শফিক, হাসান ইমাম, ড এনামুল হক, সোহেল খান প্রমূখ। বাসভূমির প্রতিটি আয়োজনে রয়েছে নান্দনিকতা ও সৃজনশীলতার ছোঁয়া। আশা করা যাচ্ছে এ নাটকটি ও দর্শকদের সকল প্রত্যাশা পূরণে সফল হবে। (সিডনি প্রতিবেদক )