সিডনিতে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সিডনিতে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মোহাম্মেদ আব্দুল মতিন: গত ২৮শে মার্চ (সোমবার) রকডেলস্থ কস্তুরী ফাংশন সেন্টারে বঙ্গবন্ধু পরিষদঅস্ট্রেলিয়া যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করে। সংগঠনের সভাপতি ড. খায়রুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান ফেডারেল পার্লামেন্ট এমপি ম্যাট থিসেলথওয়েইট ও লরি ফারগুয়েশন। 

ড. রতন কুন্ডুর সাবলিল উপস্থাপনায় আলোচনা পর্বের প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদঅস্ট্রেলিয়ার যুগ্ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট আইনজীবি ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকমুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের হেলাল উদ্দিনঅস্ট্রেলিয়া বাংলদেশ প্রেস কাউন্সিলের আহবায়ক বদরুল আলমসদস্য সচিব মোহাম্মেদ আবদুল মতিনভোরের কাগজের সিডনি প্রতিনিধি কাজী সুলতানা সিমি প্রমুখ 


আলোচনা পর্বের শেষে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় সকল বীর শহীদদের যাদের চরম আত্মত্যাগের বিনিময় আমরা পেয়েছি মহান স্বাধীনতা এবং বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। তাঁদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ নজরুল ইসলাম।

অন-ট্রে বিরতির পর শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে মঞ্চে আসেন সিডনির জনপ্রিয় জুটি আতিক হেলাল ও আরফিনা মিতা। পরবর্তীতে ফোক গান পরিবেশন করেন তরুন কন্ঠ শিল্পী রুহুল আমিন ও অন্যান্য স্থানীয় শিল্পীবৃন্দ

বাংলাদেশী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসিডনি থেকে প্রকাশিত অনলাইন ও পেপার পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজসহ প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 

অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন বঙ্গবন্ধু পরিষদঅস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসাংগঠনিক সম্পাদক মোসলেউর রহমান খুসবুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃনদ। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।