ঈর্ষা (– ইভানা )

ঈর্ষা (– ইভানা )

কি-ই…সরলতা, কি-ই…মাদকতা, এত কি… সুন্দরী তুমি,
তোমার সঙ্গে প্রতিযোগিতায় হেঁড়ে গেছি কেন আমি ।

তোমার মধ্যে এমন কি আছে, আমার মধ্যে নাই,
আমার প্রেমিক তোমার ভিতর এত কি প্রেরণা পায়?

তোমার চেয়ে বেশি ভালোবাসি,
বিদ্যা বুদ্ধি সব কিছু বেশি ।
সেই একই হাসি, একই উচ্ছ্বাসী,
কোথায় পিছিয়ে যাই…

কাঁপা কাঁপা সরে উত্তর দিলে – “তেমন কিছুই নয়,
তোমা আমা মাঝে ব্যবধান শুধু বিশ বছরের ক্ষয়” ।
বুকে টেনে নিয়ে বললাম আমি – “বড় কেন হলি সই”?