দুই দিনের টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে৷ নগরীর নিচু এলাকার অলি-গলিসহ অনেক এলাকার প্রধান সড়কেও পানি জমে গেছে৷ নিদারুন কষ্টে পড়তে হয়েছে পথে বের হওয়া মানুষকে৷
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার দিনভর প্রায় দেড়শ’ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে৷ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকেই রাজপথে গণপরিবহনের উপস্থিতি ছিল কম৷ তবে শ্রমজীবী মানুষকে রাস্তায় নামতে হয়েছে৷ তারাই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন৷
অসময়ে হঠাৎ কেন এই বৃষ্টি? এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. তৌহিদা রশীদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল৷ ২০-৩০ বছর পরপর আবহাওয়া পরিবর্তন হয়৷ নানা কারণে এটা হতে পারে৷ জলবায়ু পরিবর্তন একটা কারণ৷ তাছাড়া সারা বিশ্বেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে৷ আমাদের এখানেও বাড়ছে৷”
এদিকে, রাজধানীতে অনেকের বাড়িতে পানি ঢুকে পড়েছে৷ পাড়া মহল্লার দোকানপাট প্রায় সব বন্ধই ছিল৷ রাজধানীর বেশিরভাগ এলাকা হাঁটুপানিতে ডুবে যায়৷ সড়কে যানবাহন চলাচলও থমকে গিয়ে ভোগান্তির মাত্রা বাড়িয়ে দিয়েছে৷ সকালে আকাশে কালো মেঘ ও ঝিরিঝিরি বৃষ্টি দেখেও যাঁরা বাইরে বের হয়েছিলেন, তাঁদের বৃষ্টিতে ভিজতে হয়েছে৷
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা অমরেন্দ্র নাথ রায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রবিবারও বৃষ্টি হবে৷ কোথাও থেমে থেমে, কোথাও টানা ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে৷ চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে শনিবারও ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে৷”
প্রসঙ্গত, কয়েক বছর আগেও রাজধানীতে বৃষ্টি হলেই পানি জমে যেত না৷ এখন ৫০ মিলিমিটার বৃষ্টি হলেও রাজধানীর সবগুলো সড়কে পানি জমে৷ কেন এই পরিস্থিতি? এমন প্রশ্নের জবাবে ঢাকা ওয়াসার ড্রেনেজ প্রকল্পের সাবেক পরিচালক ক্যা. শা. সিংহ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আসলে পানি নামার সব পথই বন্ধ হয়ে যাচ্ছে৷ আগে যেখানে ভেতরের পানির চেয়ে বাইরে যেখানে গিয়ে পানি পড়ে তার উচ্চতা কম ছিল৷ এখন বাইরে নদীর পানিই উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ ফলে সেচ করে পানি বাইরে পাঠাতে সময় লাগছে৷”
উল্লেখ্য, দুই দিনের টানা বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বড় এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে৷ এর প্রভাব পড়েছে রাজধানীতেও৷ সকালে গাবতলীতে গিয়ে দেখা গেছে, অনেক যাত্রী বাসের অপেক্ষা করছেন৷ কয়েকটি বাসের কাউন্টারে কথা বলে জানা গেছে, বৃষ্টিতে সৃষ্টি হওয়া যানজটের কারণে বাস সময়মতো কাউন্টারে এসে পৌঁছায়নি৷ বৃষ্টিতে সারা দেশের বিভিন্ন গন্তব্যে নিয়মিত চলাচলকারী বিমান চলাচল ব্যাহত হয়েছে৷ অভ্যন্তরীণ অনেকগুলো গন্তব্যে বিমান যে সময় ছাড়ার কথা, তা ছাড়েনি৷ অনেক ফ্লাইট বাতিল হওয়ার খবরও পাওয়া গেছে৷ (ডয়চে ভেলের)