ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডি কক- যারা বাক-বিতণ্ডায় জড়িয়ে বিতর্ক তৈরি করেছেন বেশ কয়েকবার। ডারবানে প্রথম টেস্টেও এমনই কাণ্ড বাঁধিয়ে বসেছেন দুজন। যার তদন্তে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড!
চতুর্থ দিনে ঘটে যাওয়া এই ঘটনা সবার নজরে আনে দক্ষিণ আফ্রিকার ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াসহ বেশ কিছু গণমাধ্যম। একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে বিষয়টি নজরে আনে তারা।
তাতে দেখা যায়, চা বিরতির পর টানেলে অস্ট্রেলীয় দলের সবাই নিবৃত করছেন উত্তেজিত ডেভিড ওয়ার্নারকে। সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় উত্তেজিত দেখা যায় তাকে। ডি কককে উদ্দেশ্য করেই যে তার এমন উত্তেজনা তা বুঝা যাচ্ছিল ফুটেজে। যদিও তাকে সরিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ।
চা বিরতির আগে জুটি গড়ছিলেন কুইন্টন ডি কক ও এইডেন মারক্রাম। তখন অসিদের ব্যাট হাতে হুমকি দিচ্ছিল এই জুটি।
এমন ফুটেজ বের হওয়ার পর বিবৃতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা জানিয়েছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি দেখেছে। ঘটনাগুলো সম্পর্কে জানতে চেষ্টা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিষয়টি খতিয়ে না দেখা পর্যন্ত কোনও মন্তব্য করা যাচ্ছে না।’ (বাংলা ট্রিবিউন)