সিডনিতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের কর্মীসভা, এবং কার্য্যকরী পরিষদের পুনর্গঠন।

সিডনিতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের কর্মীসভা, এবং কার্য্যকরী পরিষদের পুনর্গঠন।

প্রেস রিলিজঃ বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ কে সামনে রেখে করণীয় নির্ধারণে সিডনিতে গত ৯ সেপ্টেম্বর রবিবার অত্যন্ত সফল একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের সঞ্চালনায় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, আব্দুল জলিল, ড. খায়রুল হক চৌধুরী, নাসিম সামাদ, এমদাদ হক, ব্যারিস্টার নির্মাল্য তালুকদার, ফয়সাল মতিন, আলাউদ্দিন আলোক, মশিউর রহমান হৃদয়, জুয়েল তালুকদার, হাসান শিমুন ফারুক রবিন, সৈয়দা তাজকিরা আক্তার, আব্দুল্লাহ আল নোমান শামীম, আইভি রহমান, রাকিবউদ্দিন, সাইফুল ইসলাম, প্রমুখ। কর্মীসভায় টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউএসএ আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

কর্মীসভায় দীর্ঘ আলোচনা শেষে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে দলের পক্ষে কাজ করবার জন্য ডিসেম্বর মাসে একটি দল পাঠানো হবে। এছাড়া স্ব স্ব অবস্থানে থেকে দলের সকল নেতা-কর্মীদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবার আহ্বান জানানো হয় যাতে আসন্ন নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা পুনর্বার সরকার গঠন করতে পারেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অন্তত আরো দশ বছর দরকার। বর্তমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় প্রচার চালানোর লক্ষ্যে ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড আওয়ামী সাইবার ব্রিগেড’ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সাইবার ব্রিগেডে অংশ নিতে আগ্রহী নেতা-কর্মীদের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের সাথে যোগাযোগ করবার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কর্মীসভার শেষ পর্যায়ে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ৮৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়। পুনর্গঠিত কমিটি ঘোষণাকালে বিগত চৌদ্দমাসে যারা সংগঠনের সাথে বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানানো হয়। সবশেষে নৈশভোজের আগে সংশ্লিষ্ট সবাইকে চমৎকার আয়োজনটির জন্য অনেক অনেক ধন্যবাদ জানানো হয়।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের পুনর্গঠিত কমিটি:

সভাপতি: ড. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি: মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা ড. খায়রুল হক চৌধুরী, এমদাদ হক, নাসিম সামাদ, লাইলাক শহীদ (ব্রিসবেন), ড. লাভলী রহমান, ড. কামালউদ্দিন (ক্যানবেরা), ডা. একরাম চৌধুরী, সলিসিটর ও ব্যারিস্টার নির্মাল্য তালুকদার (নান্টু), প্রকৌশলী এহতেশামুল কবির (মেলবোর্ণ) এবং কাইমুজ্জামান মোল্লা (মেলবোর্ণ), সাধারণ সম্পাদক: ড. আবুল হাসনাৎ মিল্টন, সহ-সাধারণ সম্পাদক: ফয়সাল মতিন, আলাউদ্দিন আলোক, জুয়েল তালুকদার, হাসান শিমুন ফারুক রবিন, জাকির প্রধানীয়া এবং অনুপ কুমার মণ্ডল (মেলবোর্ণ),

কোষাধ্যক্ষ: ডেভিড বালা, সহ- কোষাধ্যক্ষ: জামির আহমেদ, সাংগঠনিক সম্পাদক: মশিউর রহমান হৃদয়, মুক্তার হোসেন, রকিবউদ্দিন, সাইফুল ইসলাম এবং মেহেদী হাসান (মেলবোর্ণ), সহ-সাংগঠনিক সম্পাদক: হুমায়ুন কবির সুবেল, মুইদুর রহমান নবীন, দপ্তর সম্পাদক: খালিদ বিন হাবিব, সহ-দপ্তর সম্পাদক: এমডি ওসমান গনি, প্রচার সম্পাদক: ফখরুজ্জামান লেনিন, সহ-প্রচার সম্পাদক:মাসুদুল হক মাসুদ, স্বাস্থ্য ও জনস্বাস্থ্যবিষয়ক সম্পাদক: ডা. মো. ফজলে রাব্বী, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক: মোহাম্মদ ওবায়দুল হক, আইনবিষয়ক সম্পাদক: সলিসিটর আমজাদ খান, আন্তর্জাতিক সম্পাদক: মনির হোসেন, ত্রাণ ও সমাজকল্যানবিষয়ক সম্পাদক: মামুনুল হক (মেলবোর্ণ), সহ ত্রাণ ও সমাজকল্যানবিষয়ক সম্পাদক: নুর উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক: ড. মইনুল হক পাভেল, সাংস্কৃতিক সম্পাদক: আইভি রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক: সামান্থা হক, মহিলাবিষয়ক সম্পাদিকা: সৈয়দা তাজমিরা আক্তার, শিল্প ও বানিজ্যবিষয়ক সম্পাদক: মো: মুকিতুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক: রেজাউল হাসান ভুট্টো, সহ যুব ও ক্রীড়া সম্পাদক: আবু শাহেদ, ধর্মবিষয়ক সম্পাদক: ড. বায়েজিদুর রহমান, সদস্য/সদস্যাবৃন্দ: রহমতউল্লাহ, আশরাফ হক, রণি রায়, ডা. হাবিব হাসান শিল্পী, ডা. শামীমুজ্জামান, ডা. জাকির হাসান, মুইদুর রহমান নবীন, আব্দুল্লাহ আল নোমান শামীম, এস এম বাবুল হাসান বাবু (অ্যাডিলেইড), মাহমুদুল খান অটল (ব্রিসবেন), মোহাম্মদ শামসুজ্জামান (রতন, পার্থ), হাস্না হেনা (পার্থ), ড. কে সি আমানুল আলম, ডা. রাফিয়াতুল জান্নাত প্রমা, সাইফুল ইসলাম, ওমর ফারুক পলাশ, মহিউদ্দিন কাদির, আমিনুর রহমান রুবেল, আনিকা নিহার (গ্রিফিথ, এনএসডাব্লিউ), হোসেন ইরতেজা শিমুল, হাফিজুর রহমান সোহেল, সাজেদা চৌধুরী তুলি (ক্যানবেরা), জিয়াউল হক মোর্শেদ, আলী আশরাফ হিমেল, আরিফুর রহমান, মো: শাহনেওয়াজ আলো, মাহমুদুর রহমান খান, শান্তনু বিশ্বাস, খালেদ হোসেন, আতাউর রহমান, ফজলুর রহমান, শেখ জিল্লুর রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, সাইফ রানা, শাহরিয়ার শরীফ, মইনুল ইসলাম এবং তানভির কেনেডি।