গতকাল রবিবার ৭ অক্টোবর সকাল ১০ টায় মিন্টুস্থ আল ফয়সাল কলেজে বাংলাদেশী অস্ট্রেলিয়ান মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন ‘অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ২০১৬-২০১৮ সালের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং আর্থিক প্রতিবেদন পেশ করা হয়।
২০১৮-২০২০ নতুন একটি নির্বাহী কমিটির জন্য নির্ধারিত নির্বাচন কার্যক্রম শুরু হয় দুপুর ১টা থেকে। এযাবৎ কালের সবচেয়ে বেশি সদস্যের আগমন ঘটে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার এর বার্ষিক সাধারণ সভায়। করিম ইকবাল – নুরুল আমিন এবং গোলাম কিবরিয়া-আনিসুল আফসার এই দুই প্যানেলের অনুসারীদেরকে গত কয়েক সপ্তাহ নির্বাচনী প্রচার শেষে গতকাল তাদের ব্যাপক উপস্থিতি ছিল। সুষ্ঠু নির্বাচন শেষ হয় সন্ধে ৬ টায় এবং ভোট গণনা শেষ হয় মধ্য রাত নাগাদ।
নির্বাচনের ফলাফল অনুযায়ী গোলাম কিবরিয়া-আনিসুল আফসার পরিষদ মাত্র দুটি পদ ছাড়া বাকি সব কয়টি পদে বেশি সংখ্যক ভোটের ব্যবধানে বিজয়ী হয়।
১৭ টি পদে বিজয়ীদের নাম :
গোলাম কিবরিয়া (সভাপতি) —– কিবরিয়া-আনিসুল প্যানেল
মোফাজ্জল ভুইয়া (সহ সভাপতি) ——- করিম -নুরুল প্যানেল
আব্দুল জলিল (সহ সভাপতি)—– কিবরিয়া-আনিসুল প্যানেল
ডঃ আনিসুল আফসার (সাধারণ সম্পাদক)—– কিবরিয়া-আনিসুল প্যানেল
সাদিকুর রহমান খান (যুগ্ম সম্পাদক)—– কিবরিয়া-আনিসুল প্যানেল
জাহেরুল ইসলাম (কোষাধ্যক্ষ)—– কিবরিয়া-আনিসুল প্যানেল
আতিকুর রহমান (প্রচার ও প্রকাশনা সম্পাদক)—– কিবরিয়া-আনিসুল প্যানেল
গোলাম মোস্তফা (শিক্ষা ও যুব সম্পাদক)—– কিবরিয়া-আনিসুল প্যানেল
সাইফুল খাদেম (সামজিক যোগাযোগ ও আপ্যায়ন সম্পাদক)—– কিবরিয়া-আনিসুল প্যানেল
ডঃ আবুল কাশেম (মহিলা বিষয়ক সম্পাদক)—– কিবরিয়া-আনিসুল প্যানেল
সাইফুর রহমান (কার্যকরী সদস্য)—– কিবরিয়া-আনিসুল প্যানেল
ডঃ খাইরুল চৌধুরী (কার্যকরী সদস্য)—– কিবরিয়া-আনিসুল প্যানেল
ডাঃ মোহাম্মদ ইলিয়াস (কার্যকরী সদস্য)—–করিম -নুরুল প্যানেল
শাহ আলম সৈয়দ (কার্যকরী সদস্য)—– কিবরিয়া-আনিসুল প্যানেল
ইকবাল জুয়েল (কার্যকরী সদস্য)—– কিবরিয়া-আনিসুল প্যানেল
ডঃ ইখলাস উদ্দিন বাবু (কার্যকরী সদস্য)—– কিবরিয়া-আনিসুল প্যানেল
ক্যাপ্টেন আহসানুল হক (কার্যকরী সদস্য)—– কিবরিয়া-আনিসুল প্যানেল