আঙুলের চোট নিয়ে সুখবর দিলেন সাকিব

আঙুলের চোট নিয়ে সুখবর দিলেন সাকিব

অনলাইন ডেস্কঃ অস্ট্রেলিয়ার মেলবোর্নে ডা. গ্রেগ হয়ের অধীনে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে আঙুলের চোট নিয়ে সুখবর দিলেন সাকিব আল হাসান। তার আঙুলের রিপোর্ট নাকি ভালো এসেছে।এই রিপোর্টে কোন খাপার ফলাফল আসেনি। সবই ভালো এসেছে।ইনফেকশন নিয়ন্ত্রণে আছে। তবে পুরো সেরে উঠতে সময় লাগবে। কত সময় লাগবে, সেটি অবশ্য এখনই বলা কঠিন। আগামী এক সপ্তাহের মধ্যে সাকিব অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন।এই এক সপ্তাহ তাকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেয়া হবে। শেষ হলে আরেকবার হাত দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
যদিও কোন খারাপ রিপোর্ট আসেনি তারপরেও তিন থেকে চার মাস মাঠের বাহিরে থাকতে হবে তাকে।এই তিন মাসে যদি ব্যথা পুরোপুরি চলে যায়, সাকিবের অস্ত্রোপচার নাও লাগতে পারে। যদি ব্যথাটা থেকে যায়,তাহলে হয়তো অস্ত্রোপচারের বিকল্প থাকবে না।

উল্লেখ্য, চলতি বছরে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলার সময় শ্রীলংকার বিপক্ষে ফিল্ডিং করার সময় বাঁহাতের কণিষ্ঠ আঙুলে গুরুতর চোট পান সাকিব।