এমন যদি হয় কখনো
আমাদের কথাগুলো সব
ফুরিয়ে গেল, তোমার পাশে বসেও আমি,
চেয়ে থাকি শুন্যতা নিয়ে।
তুমি আনমনা চেয়ে থাক,
এত কাছে তবু এত অচেনা।
কোথায় আমি ?কোথায় তুমি?
কোথায় আমার প্রাণের প্রিয়?
কোথায় বল হারিয়ে গেল
ভালবাসার সেই দিনগুলো?
যদি কখনো এমন হয়,
বয়সের ভারে মনের পচন ধরে
তোমার? আমার? অথবা আমাদের দুজনেরই?
সময়ের সাথে সাথে ভালবাসার যদি হয় অবক্ষয়?
হয়তো এমনটাই হয়..
জীবনের ব্যস্ততা একদিন চলে যায়,
প্রয়োজনের কোলাহল ও শেষ হয়।
সময় যেন চলতে চলতে থেমে যায় হঠাৎ করেই,
ভালবাসাও কি থেমে যায়
সময়ের স্থিরতায়?
যখন ভালবাসা আর বাড়ে না
তখন কি ভালবাসার মৃত্যু অনিবার্য?
নাকি জেগে থাকে এই স্থিরতার মাঝেই
আমাদের মনের গভীরে
কথা শেষ হলেও ভালবাসা ঠিকই
বেঁচে থাকে, ভালবাসার কোনো মৃত্যু নেই।

(ম্যাসাচুসেটস,যুক্তরাষ্ট্র )