মেলবোর্ণে অনুষ্ঠিত হলো ইউএমএ টিভির চাঁদরাত ফেস্টিভ্যাল

মেলবোর্ণে অনুষ্ঠিত হলো ইউএমএ টিভির চাঁদরাত ফেস্টিভ্যাল

গত ৯ই মে মেলবোর্নের ওয়েরিবি ইনডোর স্পোর্টস সেন্টার-এ জনপ্রিয় UMA TV ফেইসবুক পেজ-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “চাঁদরাত ফেস্টিভ্যাল ২০২১”| স্থানীয় বাংলাভাষী ও অন্যান্য মাল্টিকালচারাল কমুনিটির মানুষজনের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে | বিকাল পাঁচটার দিকে শুরু হয়ে শেষ হয় রাত নয়টায় | উদ্যোক্তাদের পক্ষ থেকে ইফতারের সময়ে উপস্থিত সকলের জন্য ইফতারির আয়োজন করা হয়, যা সকলের কাছে প্রশংসিত হয় |
ঈদের কেনাকাটার জন্য বুটিক ষ্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড় | এছাড়া আইসিক্রিম, কুলফি, চা ও রয়েল বেঙ্গল স্পোর্টস ক্লাবের পরিচালনায় রকমারি খাবারের ষ্টল-টিতেও ছিল মানুষের ব্যাপক আনাগোনা | শুরুতে শাবাজ – সূরা ফাতেহা ও অন্য বেশ কয়েকটি সূরা তেলওয়াত করে |
সাউন্ড সিস্টেম-এর দায়িত্বে ছিলেন কামরুম হাসান মিল্কি | বেশ কিছু আধুনিক সংগীত-ও পরিবেশনা করেন UMA TV ফেইসবুক পেজ-এ নিয়মিত পারফর্ম করা জনাব মিল্কি | এছাড়াও উদীয়মান শিল্পী ফায়াজ পরিবেশন করে হাম্দ ও নাত |
ক্যামেরার দায়িত্বে ছিলেন রুম্মন ও ভিডিওগ্রাফিতে রিমন চক্রবর্তী | দুজনই ঘুরে ঘুরে প্রায় সম্পূর্ণ অনুষ্ঠান ক্যামেরা বন্দি করেন |
অনুষ্ঠানের ষ্টল বরাদ্দের দায়িত্বে ছিলেন পলাশ, তিনি জানান সীমিত সময় ও সুযোগ সুবিধার মাঝেও অংশগ্রহণকারী ক্রেতা-বিক্রেতা দুই পক্ষই বেশ খুশি মনে, আন্তরিকতার সাথে কাটিয়েছে | বিক্রেতারা যেমন ব্যবসা করতে পেরে খুশি, ক্রেতারাও তেমনি পছন্দসই দেখে শুনে শপিং করতে পেরে বেশ আনন্দিত | বেশিরভাগ লোকজনই সপরিবারে এসেছেন, বাবামা শপিং করার ফাঁকে বাচ্চারা আনন্দে কাটিয়েছেন ওয়েরিবি ইনডোর স্পোর্টস সেন্টার-এর কিডস প্লে সেন্টার-এ | এই স্পোর্টস সেন্টার ম্যানেজমেন্ট-এর সাথে আলাপ করে আমরা ডিসকাউন্ট প্রাইসে কিডস প্লে সেন্টার-এর টিকেটের ব্যবস্থা করতে পেরেছি |

চাঁদরাত ফেস্টিভ্যাল-এর অন্যতম আকর্ষণ মেহেদী বা হেনা | যার দায়িত্বে ছিল পরবর্তী প্রজন্মের রাফা ও নাবিলা | প্রায় সারাক্ষন-ই ব্যস্ত থাকতে দেখা গেছে তাদের দুজনকেই |
অনুষ্ঠানের ইফতারের দায়িত্বে ছিলেন UMA টিভি -এর অন্যতম উদ্যোক্তা ইসলাম জহির, যার নেতৃত্বে প্রা য় তিনশো লোকের ইফতার ও মাটন তেহারির আয়োজন করা হয়েছে | তিনি জানান বেশ কয়েকদিন আগে থেকেই চলছিল প্রিপারেশন ইফতারির জন্য | অন্যান্য ভলান্টিয়াররা উনাকে যথেষ্ট সহায়তা করেছেন ইফতারি ও তেহারি তৈরিতে | এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই ইফতারির বিভিন্ন উপকরণ যেমন , খেজুর, তরমুজ ইত্যাদি ডোনেশন আকারে দিয়েছেন | তাদের প্রতি আমরা কৃতজ্ঞ | কৃতজ্ঞতা তাদের প্রতিও, যারা আর্থিক সহায়তা দিয়েছেন ইফতার মাহফিল ভালোভাবে সম্পন্ন করার জন্য |
ইফতার প্রিপারেশন-এ ছিলেন মশিকুর রহমান সোহাগ, নজরুল ইসলাম, জাকির হোসেন, আবু সালেক, শারমিন জাহান, হোসনে আরা পারভীন হাসি, মাকসুদা পারভীন, অনি আহমেদ, আসমা সিদ্দিকা নিপা, চিন্টু, প্রিন্স প্রমুখ |
অনুষ্ঠানের ইভেন্ট ফ্যাসিলিয়াটর ও পরিকল্পনাকারী জনাব মেহেদী হাসান জানান কবিড-১৯- এর সরকারি রুল মোতাবেক আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠান পরিচালনা করতে | রেজিস্ট্রেশন, QR কোড, ভলান্টিয়ার লিস্ট ও যাবতীয় প্ল্যান ও রেগুলেশন মেইনটেইন করে আমরা এই অনুষ্ঠান করেছি, যা কমিউনিটিতে ব্যাপক সাড়া জাগিয়েছে |
UMA টিভি- ফেইসবুক পেজ -এর অন্যতম সংগঠক খন্দকার ইসলাম রিপন এই উৎসব সাফল্যমন্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ জানান | যেহেতু কবিড রেস্ট্রিকশন-সহ অনেক ধরণের সীমাবদ্ধতার মাঝে করতে হয়েছে তাই আগামীতে আরো ভালোভাবে করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কোনো ফিডব্যাক থাকলে জানাতে আহ্বান জানান| পরিশেষে এই অনুষ্ঠান সাফল্য মন্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ জানান |